কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২২৮ রানে অল আউট হয়ে গেল বাংলা। ব্যাট হাতে ব্যর্থ হলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপকুমার ঘরামিরা। সম্মানজনক জায়গায় পৌঁছনোর পিছনে অবদান প্রধানত শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed)। ৮০ বলে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ইনিংসে ছিল ১৬টি চার এবং একটি ছয়।
শাহবাজকে কিছুটা সঙ্গ দিলেন অনুষ্টুপ মজুমদার, তিনি করলেন ৬৯ বলে ৪৪। এদিন ঋত্বিক চট্টোপাধ্যায় যখন আউট হন, বাংলা ৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে। সে সময় হাল ধরেন শাহবাজ এবং অনুষ্টুপ। ষষ্ঠ উইকেটে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা।
আরও পড়ুন: দিল্লি ক্রিকেটের সভাপতি নির্বাচনে লড়বেন তৃণমূল সাংসদ!
অনুষ্টুপ আউট হওয়ার পরে বেশিক্ষণ টেকেনি বাংলার ইনিংস। আট নম্বরে নামা ঋদ্ধি মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সঙ্গীর অভাবে চালিয়ে খেলা শুরু করেন শাহবাজ, মাত্র আট রানের জন্য নিশ্চিত সেঞ্চুরি ফস্কান তিনি। ৩৫৯ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামা মহম্মদ শামি (Mohammad Shami) করেন দুই রান।
শামির কাজ এবার, বল হাতে। তবে প্রথম চার ওভারে একেবারেই ছাপ ফেলতে পারেননি তিনি। ১৬ রান দেওয়ার পর তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নেন অধিনায়ক অনুষ্টুপ। মাত্র এক উইকেট হারিয়ে ৫১ রান তুলে ফেলেছে মধ্যপ্রদেশ। সেই উইকেটটি নিয়েছেন মহম্মদ কাইফ। তবে বাংলাকে ম্যাচে ফেরাতে বড় ভরসা সেই শামিই।