Wednesday, July 9, 2025
Homeখেলামেসির পা ৩৪ বছরে , আজই বার্সার ঘোষণা ?

মেসির পা ৩৪ বছরে , আজই বার্সার ঘোষণা ?

Follow Us :

আজ এখনকার এক বিশ্ব তারকা ফুটবলারদের জন্মদিন। তিনি এল এম টেন । লিওনেল মেসি। আজ ৩৪ বছর বয়সে পা রাখছেন মেসি। আর। আর এই দিনটিকেই বেছে নিয়েছে তাঁর প্রিয় ক্লাব বার্সলোনা। তাদের সঙ্গে মেসির নতুন চুক্তির কথা জানানো হবে। নুতন চুক্তি মেসির এজেন্ট তাঁরই বাবা চুক্তিপত্র দেখে সবুজ সংকেত দিয়েছেন । সামান্য যা কিছু ইস্যু আছে, তা চলতি সপ্তাহেই মিতে যেতে চলেছে বলে দাবী করেছে ক্লাব।

গতবছর চুক্তি শেষের আগেই মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। সেই সময় থেকে এখনও পর্যন্ত মেসির ক্লাব বদল নিয়ে গুঞ্জন চলছেই। কখনও তা পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কথা শোনা গেছে। কখনও আবার নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা শোনা গেছে। সেজন্য গুজবে ভাসছে পিএসজি’র নামও।
মার্চ মাসে বার্সেলোনা জোয়ান লাপর্তা নুতন ক্লাব সভাপতি হতেই পরিস্হিতি দ্রুত বদলে যেতে থাকে। কোপা আমেরিকাতে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে আর্জেন্টিনায় হয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন। সেইদিনই বার্সার ওয়েব সাইটের জোয়ান লাপর্তার সাক্ষাৎকার প্রকাশ করা হয়। তাতে তিনি বলেন,”আবারও মেসির বুটের নাড়াচাড়া ক্যাম্প ন্যু’র মাঠে পড়তে চলেছে। সে থাকতে চায় এই ক্লাবেই। আমি কোনও অর্থের মূল্য ঠিক করিনি। সেটা সহজ ব্যাপার নয়। আমাদের যা যা করার , সব করবো। মেসিকে আর প্রলোভন দেখিয়ে লাভ নেই। সে মনস্থির করে নিয়েছে। এখানে থাকার অনেকগুলো পরিস্থিতি আছে, যা অন্য কোথাও নেই। ”

বার্সেলোনা ইতিমধ্যে দলে নিয়েছে আরেক আর্জেন্টিনা তারকা ফুটবলার সেরগিও আগুয়েরোকে। ন্যু ক্যাম্পে মেসির এই বন্ধুর যোগদান আরও বাড়িয়ে দিয়েছে মেসির দলে রয়ে যাওয়া।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ৩০ জুন মেসির আগের চুক্তি শেষ হচ্ছে। নুতন যে চুক্তির বয়ান তৈরি হয়েছে, তা দু ‘ বছরের জন্য। তাতে বলা থাকছে, দুপক্ষ একমত হলে আরও এক বছর মেসি থাকতে পারবেন বার্সাতে। এমনকি মেসি নাকি ক্লাবের আর্থিক অবস্থা বুঝে পেমেন্ট কাটছাঁট করতেও সায় দিয়েছেন। বার্সা এই করোনা কালে প্রচুর দেনায় আটকে আছে।

মেসি এখন দেশের হয়ে কোপা আমেরিকাতে খেলছেন। গোল করেছেন। গোল করাচ্ছেন। আর্জেন্টিনা শেষ ১৬ তে জায়গাও করে নিয়েছে। তাদের প্রথম ম্যাচের চিলির বিরুদ্ধে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে আরও একবার বিশ্ব ফুটবলপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে।

এখন শুধু অপেক্ষা, মেসির জন্মদিনে বার্সার ঘোষণার।

ছবি:সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bihar | পাটনার রাস্তায় হাত ধরে রাহুল-তেজস্বী-দীপঙ্কর, ভোটমুখী বিহারে? এহ্যস্পর্শে স্ত্রস্ত NDA
00:00
Video thumbnail
Bihar Vote | মদ ফিরবে বিহারে? প্রতিশ্রুতিতে উৎসাহিত বিহারবাসী, দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Rajasthan Incident | ফের ভেঙে পড়ল বিমান, দেখুন কী অবস্থা
00:00
Video thumbnail
Weather Update | বাংলার আকাশজুড়ে গভীর নিম্নচাপ, কবে আবহাওয়ার বদল? জানিয়ে দিল হাওয়া অফিস
00:00
Video thumbnail
Colour Bar | লক্ষ লক্ষ টাকার প্রতা/রণা, মাথায় হাত আলিয়ার
06:43
Video thumbnail
Weather Update | বাংলার আকাশজুড়ে গভীর নিম্নচাপ, কবে আবহাওয়ার বদল? জানিয়ে দিল হাওয়া অফিস
11:42:45
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে টাটা মোটরসের চেয়ারম্যান, কী কী নিয়ে আলোচনা?
02:14
Video thumbnail
চতুর্থ স্তম্ভ (Fourth Pillar) | আবার বাঙালি খেদাও? আর কতদিন বাঙালি এটা সহ্য করবে?
12:43
Video thumbnail
Rajasthan Incident | ফের ভেঙে পড়ল বিমান, দেখুন কী অবস্থা
06:14:35
Video thumbnail
Bihar | পাটনার রাস্তায় হাত ধরে রাহুল-তেজস্বী-দীপঙ্কর, ভোটমুখী বিহারে? এহ্যস্পর্শে স্ত্রস্ত NDA
02:55:41

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39