কলকাতা: ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifying) একেবারেই ভালো পারফরম্যান্স নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil)। ১১টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনা, উরুগুয়ে এবং কলম্বিয়ার পর চতুর্থ স্থানে আছে তারা। দিনকয়েক আগে ভেনিজুয়েলার বিরুদ্ধে ১-১ ড্র করেন ভিনিসিয়াস জুনিয়ররা (Vinicius Jr)। ভিনি নিজে পেনাল্টি নষ্ট করেন। ভারতীয় সময় বুধবার ভোর ৬.১৫টায় শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে খেলার আগে দলের পাশে থাকতে সমর্থকদের উদ্দেশে আবেদন জানালেন অধিনায়ক মারকুইনহোস (Marquinhos)।
পিএসজি ডিফেন্ডার বলেন, “এমন অনেক কিছুই ঘটেছে যার ফলে জাতীয় দলের প্রতি আশা হারিয়েছেন সমর্থকরা, আমরা তবু অনুরোধ করব, তাঁরা যেন দলের প্রতি আবেগ হারিয়ে না ফেলেন।” হেড কোচ ডোরিভাল জুনিয়র জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন বেশিদিন হয়নি। তাছাড়া দল এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। মারকুইনহোস এ সময়ে সমর্থকদের বলছেন আস্থা রাখতে।
আরও পড়ুন: কোহলি ক্ষুধার্ত, অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন সানি
এদিকে যোগ্যতা অর্জনকারী পর্বে শীর্ষে থাকলেও দিনকয়েক আগে প্যারাগুয়ের কাছে অঘটনের হার হয়েছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার। প্যারাগুয়ে ম্যাচের আগে ভালো ফর্মে ছিল বিশ্চচ্যাম্পিয়নরা। কিন্তু সেদিন ২-১ গোলে হারতে হয়। শুধু হারা নয়, সেদিন প্যারাগুয়েই বেশি ভালো খেলেছিল। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন লাতারো মার্তিনেজ।
ভারতীয় সময়ানুযায়ী বুধবার ভোর ৫.৩০টায় পেরুর বিরুদ্ধে জয়ের ফেরায় লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। ম্যাচের আগের দিন পুরোদস্তুর অনুশীলন করেছেন মেসি, কাজেই প্রথম একাদশে তিনি থাকবেন বলেই আশা। বয়স ৩৭ হয়েছে, তবু এখনও প্রতিপক্ষ রক্ষণে ত্রাসের সঞ্চার করছেন তিনি। প্যারাগুয়ের বিরুদ্ধে ফর্মে ছিলেন না, পেরুর বিরুদ্ধে স্বমহিমায় ফিরবেন তিনি, ভক্তরা সেই আশাতেই।
দেখুন অন্য খবর: