আমেদাবাদ: ২৪.৭৫ কোটি টাকার মিচেল স্টার্ক (Mitchell Starc) আইপিএলের শুরুর দিকে যখন প্রবল মার খাচ্ছিলেন, উইকেট পাচ্ছিলেন না, প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে। তারকা পেসারকে নিয়ে মিম পর্যন্ত ছড়ানো শুরু হয়। কিন্তু ওডিআই বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ক্রমশ নিজের ছন্দে ফেরেন। প্লে অফে এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স দিলেন। বুঝিয়ে দিলেন, বড় প্লেয়াররা বড় ম্যাচেই জ্বলে ওঠেন।
আরও পড়ুন: ‘12th Fail’ দেখে কেঁদে ফেলেছিলেন KKR তারকা
প্রথম তিন ওভারে মাত্র ২২ রান দিয়ে নিলেন তিন উইকেট। ইনিংসের প্রথম বল ডট, তারপরের বলেই ছিটকে দিলেন ভয়ঙ্কর ট্রাভিস হেডের স্টাম্প। স্টার্কের পেস সামলাতে না পেরে ক্যাচ তুলে ফিরলেন নীতীশ কুমার রেড্ডি। তারপর শাহবাজ আহমেদের স্টাম্প ছিটকে দিলেন স্টার্ক, এটা উইকেটটাও অকৃত্রিম গতির ফসল। অজি পেসারের দাপটেই পাওয়ার প্লে সানরাইজার্স হায়দরাবাদ তুলল মাত্র ৪৫।
Mitch Starc, tomaye menegelam! 🫡pic.twitter.com/Etq4is5Cgw
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
এরপর ম্যাচ নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী এবং হেনরিখ ক্লাসেন। ক্লাসেনকে প্যাভিলিয়নে পাঠালেন বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেলের দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট ত্রিপাঠী। ১২৬ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল হায়দরাবাদের। দলের মালকিন কাব্য মারান তখন স্তম্ভিত, শোকাহত। অধিনায়ক প্যাট কামিন্স শেষ দিকে মূল্যবান ৩০ রান করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে গেলেন। ফাইনালে ওঠার জন্য কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য ১৬০।