কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের পর আইসিসি ক্রমতালিকায় (ICC Ranking) বোলারদের মধ্যে এক নম্বর স্থান দখল করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দ্বিতীয় টেস্টের পর তাঁকে টপকে শীর্ষস্থানে এলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ব্যাটিংয়ে অনেকটা এগিয়ে এলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
দুই টেস্টের সিরিজে ১১ উইকেট নিয়ে যুগ্ম উইকেট সংগ্রাহক হয়েছেন বুমরা। কানপুরের স্পিন সহায়ক পিচে পুরনো বলে তাঁর বোলিং দেখে প্রাক্তনরা তাঁকে ‘ম্যাজিশিয়ান’ বলছেন। মুশফিকুর রহিমকে যে বলে বোল্ড করেছেন তার ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সঙ্গত কারণেই আইসিসি তাঁকে লাল বলের ফর্ম্যাটে সেরার তকমা দিল।
আরও পড়ুন: ইরান-যাত্রা নিয়ে চিন্তিত কেন্দ্রও, মোহনবাগান কি শাস্তি পাবে?
চেন্নাইতে ভালো পারফর্ম্যান্সের পর কানপুরে দুই ইনিংসেই অর্ধশতরান করেছেন যশস্বী। তার পুরস্কার হিসেবে পাঁচ নম্বর থেকে লাফ ফেরে ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলেন। ৭৯২ রেটিং পয়েন্ট পেয়েছেন বাঁ-হাতি ওপেনার যা তাঁর ছোট্ট কেরিয়ারের সর্বোচ্চ। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট এবং তাঁর পিছনে কেন উইলিয়ামসন।
ব্যাটারদের তালিকায় সেরা দশে ফিরে এলেন বিরাট কোহলি। ১২ নম্বরে চলে গিয়েছিলেন, কানপুরে দুই ইনিংসে যথাক্রমে ৪৭ এবং অপরাজিত ২৯ করে ছয় ধাপ লাফিয়ে ছয় নম্বরে চলে এসেছেন ভারতীয় ক্রিকেটের এক নম্বর তারকা। ছয় নম্বর থেকে তিন ধাপ নেমে নয়ে এসে দাঁড়িয়েছেন ঋষভ পন্থ। পাঁচ ধাপ নেমে ১৫ নম্বরে আছেন অধিনায়ক রোহিত শর্মা।
দেখুন অন্য খবর: