ওয়েব ডেস্ক: সিরিজে সমতা ফিরিয়ে কি লর্ডসে নামবেন শুভমানরা (Shubman Gill)? এর উত্তর দেবে রবিবারের এজবাস্টন। টানা দ্বিতীয় জয় থেকে এখনও ৫৩৬ রান দূরে ইংরেজরা, অন্যদিকে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) লড়াইয়ে ফিরে আসার জন্য ভারতের (India Cricket Team) দরকার সাত উইকেট। যে পর্যায়ে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে, তাতে করে জয়ের পথে অনেকটা এগিয়ে ভারত, ড্র হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তবে এই ম্যাচে কোনও বড় ‘মিরাকল’ না হলে ইংল্যান্ডের (England) জয় কার্যত অসম্ভব।
চতুর্থ দিনের তৃতীয় সেশনে ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের লিড ছিল ২৪৪ রান। সেখান থেকে রাহুল ও করুণ নায়ার শুরু করলেও ভারতীয় দলের শক্ত ভিত গড়ে দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৬২ বলে ১৬১ রান করে তাণ্ডব চালান তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ (৬৫) ও রবীন্দ্র জাদেজা (৬৯)।
আরও পড়ুন: সিরাজের বোলিংয়ে ‘বড় পরিবর্তন’ দেখেই মুগ্ধ! কী বললেন শচীন?
তবে প্রশ্ন উঠছে ভারতের দেরিতে ডিক্লেয়ার দেওয়া নিয়ে। আগের টেস্টে ইংল্যান্ডের ৩৭১ রান তাড়া করে জয়ের স্মৃতি হয়তো এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে। তবে যদি বৃষ্টির কারণে পঞ্চম দিনে খেলা নষ্ট হয় বা ইংল্যান্ড ব্যাটাররা ম্যাচ বাঁচিয়ে দেয়, তাহলে ডিক্লেয়ার দেওয়া নিয়েই কিন্তু কথা উঠবে।
জবাবে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ডের। প্রথম ওভারে মহম্মদ সিরাজের বলে আউট হন ক্রলি। এরপর আকাশ দীপের দ্বিতীয় স্পেলে আউট হন ডাকেট এবং রুট। উইকেট। শেষমেষ ৭২ রানে তিন উইকেট খুয়িয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেন ইংরেজরা।
তবে পিচের অবস্থা অনুযায়ী, পঞ্চম দিনে কিছুটা সহায়তা পেতে পারেন স্পিনাররাও। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। যদিও আগে বৃষ্টির পূর্বাভাস থাকলেও চতুর্থ দিন খেলা সম্পূর্ণ হয়েছে। ভারতের আশা, পঞ্চম দিনেও প্রকৃতি সহায় হবে।
দেখুন আরও খবর: