কলকাতা: ইউএস ওপেনে (US Open 2024) বড় অঘটন ঘটে গেল। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। টুর্নামেন্টের তৃতীয় বাছাই হেরে গেলেন অনামী অবাছাই খেলোয়াড়ের কাছে তাও আবার স্ট্রেট সেটে। নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডে জ্যান্ডশাল্প (Botic van de Zandschulp) জিতলেন ৬-১, ৭-৫, ৬-৪ ফলে।
এ বছরেই ফরাসি ওপেন (French Open) এবং উইম্বলডন (Wimbledon) জিতেছিলেন আলকারাজ। মার্কিন মুলুকে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটি জেতার লক্ষ্য ছিল। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়াম থেকে খালি হাতে ফিরতে হল তরুণ স্প্যানিশ টেনিস খেলোয়াড়কে। ২০২১ সালের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন আলকারাজ। তারপর তিন বছর পর সেই পরিণতি হল তার।
আরও পড়ুন: নব কলেবরে চ্যাম্পিয়ন্স লিগ, ঘোষিত হল সূচি
Botic van de Zandschulp just knocked Carlos Alcaraz out of the US Open! pic.twitter.com/QK3ZrkoPgx
— US Open Tennis (@usopen) August 30, 2024
আলকারাজের ঘাতক জ্যান্ডশাল্পকে এই ম্যাচের আগে খুব বেশি মানুষ চিনত না। এটিপি ক্রমতালিকায় তিনি বিশ্বের ৭৪ নম্বর খেলোয়াড়। তিনি বিশ্বের তিন নম্বরকে হারিয়ে দেবেন এই প্রত্যাশা ছিল কারও। কিন্তু সেই অসাধ্য সাধন করে দেখালেন ডাচ খেলোয়াড়।
ম্যাচের পর জ্যান্ডশাল্প বলেন “আমি শব্দ হারিয়ে ফেলেছি, এক এক অসাধারণ রাত। এই স্টেডিয়ামে প্রথম বার রাতে খেলতে নেমেছিলাম। দুর্দান্ত দর্শক। আগের ম্যাচের জয় আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই আমি লড়ছিলাম। বুঝতে পারছিলাম যে এই ম্যাচ জিততে পারি।” প্রসঙ্গত, গত ম্যাচে ডেনিস শাপোভালভকে হারিয়ে দিয়েছিলেন বোটিক।