কলকাতা: ইংল্যান্ডের কোচের পদে দারুণ শুরু করলেন লি কার্সলি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে তাদের মাঠে ২-০ হারাল ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের আমলে হ্যারি কেনরা যেমন খেলতেন, তার থেকে অনেকটাই আলাদা কার্সলি ঘরানার ফুটবল।
এই ইংল্যান্ড অনেক আধিপত্য নিয়ে খেলল। প্রায় প্রত্যেক খেলোয়াড় জায়গা বদল করে খেললেন। ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কার্সলি। আক্রমণে অ্যান্থনি গর্ডন, হ্যারি কেন এবং বুকায়ো সাকা। মাঝমাঠে জ্যাক গ্রিলিশ, কোবি মেইনু এবং ডেকল্যান রাইস। তার পিছনে চারজন ডিফেন্ডার। রাইট ব্যাক হিসেবে দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। কখনও ডানপ্রান্ত থেকে বিষাক্ত ক্রস তুললেন, কখনও ইনভার্টেড ফুলব্যাক হয়ে মাঝমাঠে খেলা পরিচালনা করলেন।
আরও পড়ুন: আসছে গ্লোবাল হাইস্কুল কাপ, বিশ্বের ২০টি স্কুল নিয়ে টুর্নামেন্ট
— England (@England) September 7, 2024
গ্রিলিশের জন্যও এ ম্যাচ প্রত্যাবর্তনের হয়ে উঠল। ইউরো কাপের দল থেকে তাঁকে বাদ দিয়েছিলেন সাউথগেট৷ এদিন অ্যাটাকিং মিডিওর দায়িত্ব দারুণভাবে সামলালেন। সেই সঙ্গে করলেন ম্যাচের দ্বিতীয় গোলটি। এক গোল এবং এক অ্যাসিস্ট করে ম্যাচের সেরা রাইস।
এদিন অদ্ভুতভাবে আইরিশ কানেকশন দিয়ে আইরিশদের হারল ইংলিশরা। কোচ কার্সলির জন্ম ইংল্যান্ডে কিন্তু তাঁর ঠাকুর্দা-ঠাকুমা আইরিশ। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, ম্যাচের আগে কোনও দেশের জাতীয় সঙ্গীতে গলা মেলাবেন না। এদিকে দুই গোলদাতা রাইস এবং গ্রিলিশ অনূর্ধ্ব বিভাগে আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন। এমনকী গোল করে সেলিব্রেশন পর্যন্ত করেননি রাইস।