কলকাতা: আজ, রবিবার নতুন ম্যানেজার এনজো মারেরস্কার (Enzo Maresca) হাত ধরে প্রিমিয়ার লিগ (Premier League) অভিযান শুরু করতে চলেছে চেলসি (Chelsea FC)। মরিসিও পচেত্তিনোর অধীনে গত মরসুম হতাশাজনক গিয়েছে। এবার সাফল্য পেতে মরিয়া লন্ডনের ক্লাব। তবে প্রথম ম্যাচে সবথেকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তারা। টানা চারবারের ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটির মুখোমুখি চেলসি।
প্রাক-মরসুম প্রস্তুতিতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি মারেস্কার দল। তবে কিছু নতুন খেলোয়াড় দলে এনেছে তারা। যেমন উলভারহ্যাম্পটন থেকে এসেছেন পেদ্রো নেতো, লেস্টার সিটি থেকে কিয়েরনান ড্রিউসবেরি-হল।
আরও পড়ুন: আর্সেনালের জয়ের নায়ক সাকা, জিতল লিভারপুলও
এদিকে এফএ কমিউনিটি শিল্ডে ম্যান ইউকে হারিয়ে মরসুম শুরু করেছেন পেপ গুয়ার্দিওলার সিটি। সাম্প্রতিক অতীতে ইংল্যান্ড তো বটেই, ইউরোপের অন্যতম সেরা দল তারা। চেলসির বিরুদ্ধে ড্র করলেও তা হবে অঘটনের শামিল। গুয়ার্দিওলার দল থেকে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। চোটের জন্য নেই অস্কার বব। তাতেও খুব একটা চিন্তার কিছু নেই।
Will we be treated to another classic between @ChelseaFC and @ManCity later today? 🍿#CHEMCI | #TheKickOff pic.twitter.com/HRLIYa9Ic0
— Premier League (@premierleague) August 18, 2024
প্রসঙ্গত, শনিবার প্রিমিয়ার লিগে (Premier League) কোনও বড় অঘটন হয়নি। জিতেছে লিভারপুল (Liverpool FC) এবং আর্সেনাল (Arsenal)। গত মরসুমে প্রথম চারে শেষ করা অ্যাস্টন ভিলা ওয়েস্ট হ্যামকে হারিয়ে দিয়েছে। তবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে এভার্টনের ৩-০ হারা প্রত্যাশিত ছিল না।
দিনের প্রথম ম্যাচে ইপসউইচ টাউনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। জুর্গেন ক্লপ (Jurgen Klopp) পরবর্তী আর্নে স্লট (Arne Slot) যুগের শুরু হল ২-০ জয়ে। বহু বছর পর প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করা ইপসউইচের বিরুদ্ধে ৬০ এবং ৬৫ মিনিটে গোল করলেন যথাক্রমে দিয়োগো জটা এবং মহম্মদ সালাহ (Mohammad Salah)।
দেখুন অন্য খবর: