ভুবনেশ্বর: দুর্দান্ত জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024) শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। হায়দরাবাদ এফসি-কে (Hyderabad FC) ৩-২ হারাল কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ছেলেরা। জয়ের নায়ক সেই ক্লেটন সিলভা (Cleiton Silva) যিনি দলের অধিনায়ক, সেরা তারকা। প্রায় একার কাঁধে লাল-হলুদের মশাল জ্বালানোর দায়িত্ব তাঁর উপর এবং আরও একবার সেই দায়িত্ব পালন করলেন। দু’টি বিশ্বমানের গোল করলেন ক্লেটন। শুরুতে একটা সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন।
আরও পড়ুন: কলিঙ্গ সুপার কাপে ক’জন বিদেশি খেলানো যাবে জানেন?
মাচের কর্তৃত্ব ছিল কলকাতার ক্লাবের কাছেই। ফিনিশিং ঠিকমতো হলে পাঁচ গোল হতে পারত। ম্যাচের একদম শুরুতেই গোটা তিনেক সুবর্ণ সুযোগ আসে। কিন্তু অদ্ভুতভাবে তাতে গোল হয়নি। ৩৩ মিনিটে খরা কাটে। বক্সের ডান দিক থেকে রাকিপের ভাসানো বলে শরীর শূন্যে ছুড়ে দিয়ে বাঁ পায়ে ভলি মারেন। ৪৪ মিনিটে খেলার গতির বিপরীতে সমতা ফেরান হায়দরাবাদের রামলুনচুঙ্গা।
FT| A thrilling win at the end of a roller-coaster game! 🥵🤩#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #EBHFC pic.twitter.com/phZfwtK94z
— East Bengal FC (@eastbengal_fc) January 9, 2024
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটে ক্লেটন জাদু। তাঁর দুরন্ত ফ্রি-কিক হায়দরাবাদ গোলকিপার কাট্টমানিকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। পিছিয়ে গিয়ে আক্রমণে কিছুটা জোর দেয় হায়দরাবাদ। তবে ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। ভাগ্য সহায় হয় তাদের, ৭৭ মিনিটে পেনাল্টি পায়। ১২ গজ দূর থেকে ২-২ করেন নিম দোরজি তামাং। পরের মিনিটেই ৩-২ করেন লাল-হলুদ। বোরখার কর্নার থেকে বিনা বাধায় হেডে গোল করে দেন সল ক্রেসপো (Saul Crespo)।