কলকাতা: নজির গড়লেন চেলসির ফরোয়ার্ড কোল পামার। ব্রাইটনের বিরুদ্ধে চেলসির ৪-২ গোলে চারটি গোল একাই করলেন তিনি। চারটি গোলই তিনি করেছেন প্রথমার্ধে। প্রিমিয়ার লিগের কোনও ম্যাচের প্রথমার্ধে একজন খেলোয়াড়ের চার গোল এই প্রথমবার। পামারের চারটি গোলে ছিল একটি পেনাল্টি এবং একটি অনবদ্য ফ্রি-কিক। চেলসির হয়ে এক ম্যাচে এই নিয়ে দু’বার ভার গোলের নজির গড়লেন ইংলিশ ফুটবলারটি। তবে ফ্র্যাঙ্ক লাম্পার্ডেরও এই রেকর্ড আছে।
চেলসি ছাড়াও শনিবার জিতল আর্সেনাল, লিভারপুল, এভার্টন, নটিংহ্যাম ফরেস্ট এবং ফুলহ্যাম। লেস্টার সিটিকে ৪-২ গোলে হারাল মিকেল আর্তেতার আর্সেনাল। গানারদের হয়ে গোল করেছেন লিয়ান্দ্রো ত্রোসার্ড, গ্যাব্রিয়েল মার্তিনেলি, কাই হ্যাভার্টজ এবং একটি আত্মঘাতী গোল। লেস্টারের দুটি গোল করেছেন জেমস জাস্টিন।
আরও পড়ুন: আমার দুটোই হাত! হোটেল কর্মীকে এ কী বললেন বিরাট
You won’t find many better ways to seal a hat-trick than this free-kick from Cole Palmer 😮💨 pic.twitter.com/mrtzL6Yuzd
— Premier League (@premierleague) September 28, 2024
উলভারহ্যাম্পটনকে ২-১ লিগের শীর্ষস্থানে ফিরে এল লিভারপুল। আর্নে স্লটের দল ৬ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যাঞ্চেস্টার সিটি। আর্সেনালেরও ১৪ পয়েন্ট তবে তারা গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তিন নম্বরে। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি।
শনিবার জিতলে শীর্ষস্থানে থাকত পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। কিন্তু দিনের প্রথম ম্যাচে নিউকাসলের বিরুদ্ধে ১-১ ড্র করেছেন এর্লিং হালান্ডরা। ঘরের মাঠ সেন্ট জেমসেস পার্কে এদিন সুযোগ কাজে লাগালে পুরো তিন পয়েন্ট পেতে পারত নিউকাসল ইউনাইটেড। গত সপ্তাহে আর্সেনালের বিরুদ্ধে কোনও মতে ড্র করেছিল সিটি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের বিরুদ্ধে ড্র এবং এদিন ফের ড্র। গুয়ার্দিওলার আমলে ম্যান সিটির টানা তিন ম্যাচে জয় না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
দেখুন অন্য খবর: