মুম্বই: অবশেষে বিশ্বের ক্রীড়া-সমাজে কুলীন হল ক্রিকেট (Cricket)। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (2028 LA Olympics) ক্রিকেটকে অন্তর্ভুক্তির প্রস্তাবে সিলমোহর দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি (IOC)। ক্রিকেট খেলা হবে টি২০ ফর্ম্যাটে। শুধু ক্রিকেট নয়, মার্কিন মুলুকের অলিম্পিক্সে আরও চারটি নতুন খেলা সংযোজিত হল। সোমবার মুম্বইতে এক অধিবেশনে এই সুখবর দিল আইওসি। আর কয়েকটা বছরের অপেক্ষা, গ্রেটেস্ট শো আর্থে নীল জার্সি গায়ে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংদের (Rinku Singh) দেখা যেতেই পারে।
প্রসঙ্গত, ক্রিকেট সহ নতুন পাঁচটি খেলার অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়ে ছিল ২০২৮ অলিম্পিক্সের আয়োজক সংস্থা এলএ২৮। সেগুলি হল ক্রিকেট (টি২০), বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসেস (সিক্সেস) এবং স্কোয়াশ। আইওসির প্রেসিডেন্ট থমাস বাখ (Thomas Bach) জানিয়েছেন, ভোটাভুটিতে মাত্র দু’জন অন্তর্ভুক্তির বিরোধিতা করেন, একজন ভোটদানে বিরত থাকেন। পাঁচ নতুন খেলার অন্তর্ভুক্তি খবর টুইট (এখন এক্স) করে জানিয়ে দেয় অলিম্পিক কমিটি।
আরও পড়ুন: দুই উইকেটে ১৫২ থেকে ২০৯ রানে শেষ শ্রীলঙ্কা
The proposal from the Organising Committee of the Olympic Games Los Angeles 2028 (@LA28) to include five new sports in the programme has been accepted by the IOC Session.
Baseball/softball, cricket (T20), flag football, lacrosse (sixes) and squash will be in the programme at…
— IOC MEDIA (@iocmedia) October 16, 2023
এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইওসির সদস্য এবং রিলায়ান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি (Nita Ambani)। টুইট (এখন এক্স) করে তিনি লেখেন, “১৪০ কোটিও ভারতবাসীর কাছে ক্রিকেট শুধু খেলা নয়, ধর্ম। তাই চলতি ১৪১তম আইওসি অধিবেশনে তার অন্তর্ভুক্তিতে আমি অত্যন্ত আনন্দিত। ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন জায়গায় অলিম্পিক্সের প্রসার ঘটাবে এবং ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আরও জোর এনে দেবে।”
১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট খেলা হয়েছিল। কিন্তু তা কোনও বহুদেশীয় প্রতিযোগিতা ছিল না। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটাই ম্যাচ হয়েছিল, ইংল্যান্ড সোনার পদক জেতে। তারপর ক্রিকেট খেলা বাদ পড়ে যায়। এক শতাব্দীরও বেশি সময় পরে ফিরে আসছে বাইশ গজের যুদ্ধ। অবশ্য এই দীর্ঘকালে খেলাটির অনেক বিবর্তন ঘটে গিয়েছে। পাঁচদিনের খেলা থেকে ৬০ ওভারের হয়ে ৫০ ওভারের খেলা হয়েছে। তারপর এসেছে টি২০ ক্রিকেট যা জনপ্রিয়তার আগের সমস্ত ফর্ম্যাটকে ছাপিয়ে গিয়েছে।