কলকাতা: ২০২৮ সালের অলিম্পিক্সে (Olympics 2028) ক্রিকেট (Cricket) আয়োজনের সম্ভাবনা আরও জোরালো হল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) হতে চলা অলিম্পিক্সের আয়োজক সংস্থা জানিয়েছে, তারা ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। বল এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কোর্টে। তারা সম্মতি দিলেই পাঁচ বছর পর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর অংশ হবে ক্রিকেট খেলা।
১৯৯৮ সালে কুয়ালালামপুর এবং ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু অলিম্পিক্সে কখনওই নয়। সেই ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে একটাই মাত্র ম্যাচ হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। সেই ম্যাচ জিতে সোনা জেতে ইংল্যান্ড (England)। তারপর আর এই প্রতিযোগিতায় বাইশ গজের যুদ্ধ দেখা যায়নি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি গিল, পাকিস্তান ম্যাচেও অনিশ্চিত!
A massive step for cricket and its bid for inclusion at the 2028 Olympic Games.
Details 👇https://t.co/S7p3FzK2tk
— ICC (@ICC) October 9, 2023
আয়োজক সংস্থার সবুজ সিগন্যালের খবর শুনে উচ্ছ্বসিত আইসিসি-র (ICC) চেয়ারপার্সন গ্রেগ বার্কলে (Greg Barclay)। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছেন তিনি। বার্কলে বলেন, “এলএ২৮ (লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স আয়োজক সংস্থা) অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে, আমরা অত্যন্ত আনন্দিত। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, এক শতাব্দীরও বেশি সময়ে প্রথমবার অলিম্পিক্সে ক্রিকেট দেখতে পাওয়ার পথে বড় ল্যান্ডমার্ক।”
অলিম্পিক্সের অন্তর্গত হতে পারলে তা ক্রিকেট খেলার বিস্তারের জন্য খুবই কার্যকরী হবে। এখনও পর্যন্ত অল্প কিছু দেশই ব্যাট-বলের খেলা নিয়ে আগ্রহী। নতুন নতুন দেশ এগিয়ে আসছে কিন্তু গুণমানের ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে। প্রথম বিশ্বের দেশগুলিতে এখনও ফুটবল, অ্যাথলেটিক্স অনেক জনপ্রিয়। সেই ছবি বদলাতে পারে অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি।