
কলকাতা: নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ২৪ ঘণ্টায় প্রায় ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তাঁর চ্যানেলের। সঠিক সংখ্যাটা হল ১৯,৭২৯,৮২৭। ইউটিউবের ইতিহাসে এটা সর্বকালীন রেকর্ড হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণেই তাঁকে পুরস্কৃত করল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guiness Book Of World Records)।
এই মুহূর্তে ২০ মিলিয়ন থেকে অনেক দূর এগিয়ে এসেছে পর্তুগিজ মহাতারকার চ্যানেল ‘ইউআর রোনাল্ডো’ (UR Ronaldo)। ২৮ অগাস্ট সাবস্ক্রাইবারের সংখ্যা ৫০.৫ মিলিয়ন। রোনাল্ডোর চ্যানেলের এই ফুলেফেঁপে ওঠায় উচ্ছ্বসিত ইউটিউব সংস্থার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট পেদ্রো পিনা।
আরও পড়ুন: লখনউয়ের মেন্টর পদে এলেন জাহির খান
কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এই রেকর্ড অকল্পনীয় হলেও রোনাল্ডোর সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যা বিচার করলে সাবস্ক্রিপশনের এই রেকর্ড বোধগম্য। সোশ্যাল মিডিয়া এক্স-এ(সাবেক টুইটার) পর্তুগিজ মহাতারকার ১১২.৫ মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে অনুগামীর সংখ্যা ১৭০ মিলিয়ন। সবথেকে আশ্চর্যজনক ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা– ৬৩৬ মিলিয়ন!
এহেন ব্যক্তি ইউটিউব চ্যানেল খুললে এমনই হওয়ার কথা। ইউটিউব চ্যানেল লঞ্চ করে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সি আর সেভেন লেখেন, অপেক্ষার শেষ। শেষ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এসে গেল। সাবস্ক্রাইব করুন এবং এই নতুন জার্নিতে আমার সঙ্গে যোগ দিন। ইতিমধ্যেই পাঁচ কোটির উপর মানুষ যোগ দিয়েছেন।
দেখুন অন্য খবর: