কলকাতা: কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) সঙ্গে তিক্ততার জেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এবার শোনা যাচ্ছে, সেই ম্যান ইউ থেকেই খেলোয়াড় ভাঙিয়ে নিজের দল আল নাসেরে (Al Nassr) নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
প্রাক মরসুম খেলাগুলিতে রোনাল্ডোকে ছাড়া দুরবস্থা লক্ষ করা গিয়েছে আল নাসেরের। দুই তারকা সাদিও মানে (Sadio Mane) এবং অ্যান্ডারসন তালিস্কা ফর্মে নেই। এ অবস্থায় বার্সেলোনার নামী সংবাদমাধ্যম এল নাসিওনাল (El Nacional) বলছে, ম্যান ইউয়ের উইঙ্গার অ্যান্টনিকে সৌদিতে নিয়ে আসার চেষ্টা করছেন সি আর সেভেন। ২০২৩ সালে কয়েক মাস ওল্ড ট্রাফোর্ডের ক্লাবে একসঙ্গে খেলেছিলেন তিনি।
আরও পড়ুন: আত্মহত্যা করেছেন থর্প, খোলসা করলেন তাঁর স্ত্রী
গত দুই মরসুম ধরে হতশ্রী পারফরম্যান্স করছেন অ্যান্টনি। ২০২২ সালে ৯০ মিলিয়ন ইউরোর বিশাল মূল্যে তাঁকে আয়াখস থেকে ইউনাইটেডে এনেছিলেন টেন হাগ। কিন্তু সেই অর্থমূল্যের ছিটেফোঁটা প্রতিদান দেননি। রোনাল্ডো যতই তাঁকে সৌদির ক্লাবে টানার চেষ্টা করুন না কেন, ব্রাজিলিয়ান উইঙ্গার কিন্তু ওল্ড ট্রাফোর্ডের ক্লাবে নিজেকে প্রমাণ করতে মরিয়া।
কিছুদিন আগেই ফর্মে ফেরার অঙ্গীকার করে অ্যান্টনি বলেছেন, আমি অবশ্যই আরও বেশি করে গোলে অবদান রাখতে চাই এবং আরও গোল করতে চাই। এটা আমার নিজের কাছেই দাবি। নিশ্চিত থাকুন, এবার অ্যান্টনি নামটা গোল এবং অ্যাসিস্টের সঙ্গেই শোনা যাবে।
দেখুন অন্য খবর: