কলকাতা: লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে ফর্মে নেই বিরাট কোহলি (Virat Kohli)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ তাঁর সর্বোচ্চ রান। তাঁর ব্যাটে রানের খরা নিয়ে চলছে নানান আলোচনা, বিতর্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারও (David Warner) কোহলিকে নিয়ে চিন্তিত। না, কোহলির অফ ফর্ম নিয়ে নয়, তিনি আদতে অস্ট্রেলিয়ার জন্য চিন্তা করছেন। কারণ ওয়ার্নারের অনুভূতি, বর্ডার-গাভাসকর ট্রফিতেই (Border-Gavaskar Trophy) প্রবলভাবে রানে ফিরবেন কোহলি।
ওয়ার্নার বলেন, “আমি বিরাট কোহলিকে নিয়ে চিন্তিত… না, অন্যেরা যে কারণে চিন্তিত আমি সে জন্য নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ বিপর্যয়ের পর সবাই কোহলিকে বাতিলের খাতায় ফেলছে, কিন্তু আমি আসলে অস্ট্রেলিয়ার জন্য চিন্তিত। এটা বর্ডার-গাভাসকর ট্রফি আর আমরা জানি অস্ট্রেলিয়ায় কোহলি ভালো খেলে এবং যেভাবে চ্যালেঞ্জ গ্রহণ করে তা আমাদের দেশে যারা এসেছে তাদের প্রায় কেউ পারেনি।”
আরও পড়ুন: কাকতালীয়! প্রোটিয়া স্পিনারের সঙ্গে আজব মিল বুমরার
ওয়ার্নার আরও বলেন, “আমি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্য সত্যিই চিন্তিত, কারণ কোহলি ক্রিজে এসে প্রচুর রান করবে।” প্রাক্তন অজি ওপেনারের কোহলিকে নিয়ে দুশ্চিন্তা অমূলক নয়। ২০১১-১২ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন ভারতের তারকা ব্যাটার। সেই থেকে সেখানে ১৩টি টেস্টে ছ’টি শতরান করেছেন। অজিভূমে ৫৪.০৮ গড়ে মোট ১৩৫২ রান করেছেন।
ওয়ার্নার আরও জানিয়েছেন, এই সিরিজের পার্থক্য গড়ে দেবে মিডল অর্ডার। অস্ট্রেলিয়ায় মিডল অর্ডারের ব্যাটিংই ম্যাচ জেতায়। যদি কোনও দলের ওপেনার ক্রিজে টিকে থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় সেশন পর্যন্ত খেলে দিতে পারে তাহলে তারা অস্ট্রেলিয়ায় সুবিধেজনক জায়গায় চলে যাবে, কারণ তাহলে মিডল অর্ডার তার ফায়দা তুলতে পারবে।
দেখুন অন্য খবর: