কলকাতা: বলিউড নায়িকাদের ভিডিও ডিপফেক (Deep Fake) হওয়ার হিড়িক পড়েছিল সাম্প্রতিক অতীতে। প্রযুক্তিগত এই জালিয়াতি থেকে রেহাই পেলেন না ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিও (Virat Kohli)। তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিওর উপর ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তরুণ তারকা শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যাচ্ছে কোহলিকে, যা আদৌ তিনি করেননি।
কোহলির গলা নকল করে বলা হয়, “আমি গিলকে খুব ভালো করে লক্ষ করে আসছি। ও প্রতিভাবান সন্দেহ নেই। কিন্তু প্রতিশ্রুতি দেখানো এবং কিংবদন্তি হয়ে ওঠার মধ্যে বিশাল দূরত্ব আছে। গিলের টেকনিক সলিড, তবে এখনই বেশি দূর চিন্তা করার দরকার নেই।”
আরও পড়ুন: নব কলেবরে চ্যাম্পিয়ন্স লিগ, আজ সূচি ঘোষণা
AI is Dangerous pic.twitter.com/njUvwiwc4t
— Cricketopia (@CricketopiaCom) August 27, 2024
ডিপফেক ভিডিওতে কোহলির গলায় আরও বলা হয়, “সবাই পরবর্তী বিরাট কোহলি নিয়ে কথা বলছে। কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, কোহলি একজনই হয়। আমি সবথেকে কঠিন বোলারদের মুখোমুখি, সবথেকে কঠিন পরিস্থিতিতে পারফর্ম করেছি এবং তা এক দশকের বেশি সময় ধরে করে চলেছি। অল্প কিছু ভালো ইনিংস খেলে তার সমকক্ষ হওয়া সম্ভব নয়।”
এরপর কোহলির নকল করা গলা বলে, “ভারতীয় ক্রিকেটে একজন ঈশ্বর (শচীন তেন্ডুলকর) আছেন, তারপরেই আমি। এটাই হল মাপকাঠি। ওই পর্যায়ে পৌঁছতে গিলের এখনও অনেক দেরি।” প্রসঙ্গত, ডিপফেক ভিডিওর শিকার কোহলি এই প্রথমবার হলেন না। অতীতে একটি ভিডিওতে তাঁকে বেটিং অ্যাপের বিজ্ঞাপন করতে দেখা গিয়েছিল।
দেখুন অন্য খবর: