প্যারিস: ভাগ্য দারুণ সঙ্গ দিচ্ছে দীপিকা কুমারীর (Deepika Kumari)। কোনও মতে প্রথম রাউন্ড জেতার পর দ্বিতিয় রাউন্ডেও ভাগ্যের সাহায্য পেয়ে অলিম্পিক্সের (Paris Olympics 2024) প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা। নেদারল্যান্ডসের কুইন্টি রোয়েফেনকে ৬-২ স্কোরে হারালেন ভারতীয় তিরন্দাজ। প্রথম সেটের তিনটি শটে যথাক্রমে ১০, ১০, ৯ মেরে মোট ২৯ পেয়েছিলেন দীপিকা। তাঁর প্রতিপক্ষ তোলেন ২৮।
দ্বিতীয় সেটে ১৭-১৯ ফলে হেরে যান দীপিকা। তৃতীয় সেটে মাত্র ২৫ পান তিনি, কিন্তু ফের কপাল সঙ্গ দিল। প্রথম শটে কোনও পয়েন্টই পাননি নরওয়ের মেয়ে। মোট পয়েন্ট হয় ১৭। চতুর্থ সেটেও একই ঘটনা। এবার তিন শটে ২৮ পয়েন্ট তোলেন দীপিকা। কিন্তু রোয়েফেন (Quinty Roeffen) প্রথম ও দ্বিতীয় শটে যথাক্রমে মাত্র ৭ ও ৬ পয়েন্ট পান। শেষ শটে ১০ মেরেও তাঁর মোট পয়েন্ট হয় ২৩। তিন সেটে দুই পয়েন্ট করে মোট ৬ পয়েন্ট হয় দীপিকার অন্যদিকে এক সেট জিতে ২ পয়েন্ট রোয়েফেনের।
আরও পড়ুন: পদকের আরও কাছে লভলিনা, বরাতজোরে টিকে দীপিকা
প্রথম রাউন্ডের খেলাতেও ভাগ্যের সাহায্য পেয়েছিলেন দীপিকা। চতুর্থ সেট হারের পর পঞ্চম সেটে পারফেক্ট ৩০ পয়েন্ট নিয়ে ৫-৫ করে ফেলেন তিনি। এর পর শুরু হয় টাইব্রেকারের মতো শুট অফ। সেই শটে মাত্র আট পয়েন্ট পান দীপিকা। তাঁর কপাল ভালো, প্রতিপক্ষ রিনা পারনাতও আট পয়েন্ট পান এবং তাঁর তির টার্গেটের কেন্দ্র থেকে বেশি দূরে ছিল। বরাতজোরে বেঁচে গিয়েছেন সেটা বুঝে দীপিকা কপাল চাপড়াতে থাকেন। তিনি জানেন, পরের রাউন্ডে অনেক ভালো খেলতে হবে।