কলকাতা: বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন শুরুতেই শক্ত গ্রুপে পড়েছে। প্রথম ম্যাচে তাদের সামনে তাজিকিস্তানের ক্লাব এফসি রাভসান। সে দেশের লিগে দ্বিতীয় স্থানে শেষ করে মহাদেশীয় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে তারা।
ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল-এর প্রথম ম্যাচ, রক্ষণে দুর্বলতা চোখে পড়েছে মোহনবাগানের। গত শুক্রবার মুম্বই সিটির বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়ে ২-২ ড্র করেছে তারা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তবু দলের রক্ষণকে ‘খারাপ’ বলতে রাজি নন কোচ হোসে মোলিনা। তবে আচমকা পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে কেনার কারণ নিশ্চয়ই রক্ষণকে জোরদার করা।
আরও পড়ুন: রোহিত শর্মাদের সমান পুরস্কার মূল্য পাবেন মেয়েরাও
এদিকে মোলিনা জানিয়ে দিলেন, কালকের ম্যাচে চোটের কারণে অনিশ্চিত আলবার্তো রদ্রিগেজ। তার মানে টম অলড্রেড খেলবেনই। রেইসের এখনও ভিসা হয়নি ফলে রক্ষণে একজনের বেশি বিদেশি পাওয়া যাবে না। তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনেরও প্রথম এগারোয় থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
সমস্ত অসুবিধা সত্ত্বেও মোহনবাগানকে কাল জিততেই হবে। ঘরের মাঠে হার এমনকী ড্র করলেও পরের রাউন্ডে যাওয়া মুশকিল হয়ে পড়বে। গ্রুপে ইরানের ট্রাক্টর এফসির মতো ভয়ঙ্কর প্রতিপক্ষ রয়েছে। আছে কাতারের ক্লাব আল ওয়াকরা। তুলনামূলক সহজ রাভশানকে তাই হারাতেই হবে।