চেন্নাই: ২০২৪ আইপিএল (IPL 2024) শুরুর আগের দিন বিরাট বড় ঘটনা ঘটে গিয়েছে। চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি এই দায়িত্ব তুলে দিয়েছেন তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) কাঁধে। বৃহস্পতিবারের বারবেলায় এই খবরে চমকে গিয়েছে আইপিএল দুনিয়া। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন ধোনি? গায়কোয়াড় কিন্তু জানাছেন, হঠাৎ নয়।
আইপিএল কর্তৃপক্ষ এবং সিএসকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে নতুন অধিনায়ক বললেন, “গত মরসুমেই মাহি ভাই আমায় অধিনায়কত্বের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তৈরি থাকো, এটা যেন তোমার কাছে আচমকা বিস্ময়ের মতো না হয়ে দাঁড়ায়। এবার শিবিরে আসার পর কিছু প্র্যাকটিস ম্যাচ সিমুলেশনে আমায় দায়িত্ব দিয়েছিলেন।”
আরও পড়ুন: কলকাতার মতো অনুগত ফ্যান বেস কোথাও নেই: বিসলা
What it means! 🗣️💛#WhistlePodu #Yellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2024
গত ৪ মার্চ সোশ্যাল মিডিয়ায় ধোনি লিখেছিলেন, “নতুন মরসুম এবং নতুন ভূমিকার জন্য অপেক্ষা করতে পারছি না।” এটা দেখার পর সবাই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমিই পরবর্তী অধিনায়ক কি না। তখন বুঝিনি, তবে ভিতরে ভিতরে এটা ছিলই।
শুক্রবার সন্ধেয় উদ্বোধনী ম্যাচে গায়কোয়াড়ের সঙ্গে টস করবেন আরসিবি (RCB) অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf du Plessis), যিনি এককালে সিএসকে-র হয়ে খেলেছেন। ম্যাচের আগের দিন অধিনায়ক সম্মিলনীতে তাঁর সঙ্গে কী কথা হল জানিয়েছেন গায়কোয়াড়। তিনি বলেন, “আমি ফাফকে বলি, কে ভেবেছিল যে তুমি আরসিবির হয়ে খেলবে, নেতৃত্ব দেবে এবং আমরা একসঙ্গে টস করব।”
দেখুন অন্য খবর: