মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সিতে কি শেষ ম্যাচ খেলে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)? যাবতীয় ঘটনাবলি কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। মরসুমের শুরুতেই তাঁকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়ক করা থেকেই এই নিয়ে জল্পনা চলেছে। ইডেন গার্ডেন্সে কেকেআরের (KKR) সহকারী কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) ভাইরাল কথোপকথন জল্পনা আরও বাড়িয়েছে। শুক্রবার ৩৮ বলে ৬৮ রান করে প্যাভিলিয়নে ফেরার সময় গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium) যেভাবে তাঁকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিল তারপর রোহিতের মুম্বই-ত্যাগ আর জল্পনা মনে হচ্ছে না।
আরও পড়ুন: ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
কলকাতা বনাম মুম্বই ম্যাচের আগে ইডেনে অনুশীলন করছিল দুই দল। এককালে মুম্বইয়ের রঞ্জি দলের টিমমেট নায়ারের সঙ্গে কথাবার্তা বলছিলেন রোহিত। সেই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল নাইট শিবির, তুমুল শোরগোল পড়ায় দ্রুত তা ডিলিটও করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল।
Clear audio of Rohit Sharma and Abhishek Nayar’s conversation, he didn’t said that it’s his last IPL.
Please don’t make any conclusions on half said words.🙏pic.twitter.com/9lbtZRQvQB
— Aryan 🇮🇳 (@Iconic_Hitman) May 10, 2024
অস্পষ্ট হলেও রোহিতকে বলতে শোনা যায়, “প্রত্যেকটা জিনিস পাল্টে যাচ্ছে… ওটা ওঁদের হতে… যাই হোক ভাই, ওটা আমার বাড়ি, ওই মন্দির আমি বানিয়েছি… ভাই আমার কী, আমার তো এটাই শেষ।” কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) অবশ্য পরে ড্যামেজ কন্ট্রোল করে বলেন, ওরা বহুদিনের বন্ধু, দুজনের সঙ্গেই কথা বলেছি আমি, ওরা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলছিল।
আগামী বছরের আইপিএলের আগে মেগা নিলাম হবে। প্রত্যেক দল চারজন করে খেলোয়াড় রেখে বাকিদের ছেড়ে দিতে বাধ্য। পাঁচবার ট্রফি দেওয়া কিংবদন্তি অধিনায়ককে মুম্বই শিবির ধরে রাখবে কি না সেটাই বড় প্রশ্ন, কারণ রোহিতের বয়স এখন ৩৭। একই সঙ্গে তাঁকে কেকেআর জার্সিতে দেখতে চাইছে বহু মানুষ। বরাবরের পয়মন্ত ইডেন রোহিতের হোম গ্রাউন্ড হলে কী হতে পারে তা ভেবে শিহরিত সবাই।
দেখুন অন্য খবর: