কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরান করে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ছুঁয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ধোনি ছ’টি সেঞ্চুরি করেছিলেন ৯০টি টেস্ট ম্যাচ খেলে, সেখানে মাত্র ৩৪টি ম্যাচেই এই কীর্তি করেছেন পন্থ। স্বভাবতই প্রশ্ন উঠছে, লাল বলের ফর্ম্যাটে কি তিনিই ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটার? ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) কিন্তু এখনই এত বড় সিদ্ধান্তে আসতে নারাজ।
ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধোনির টেস্টে ব্যাটিং গড় ৩৮.০৯। পন্থের সেখানে ৪৪.৭৯। এসব পরিসংখ্যানেও ধোনির সঙ্গে পন্থের তুলনা করতে চান না কার্তিক। তিনি বলেছেন, “পন্থ সবে ৩৪টি টেস্ট খেলেছে, এখনই ও সর্বকালের সেরা এটা মেনে নেওয়া যায় না। সময় নেওয়া যাক, এখনই সিদ্ধান্তে আসা উচিত হবে না। তবে পন্থ অবশ্যই সেরা হওয়ার পথে রয়েছে এবং ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার হিসেবে কেরিয়ার শেষ করবে।”
আরও পড়ুন: ডুরান্ডের বদলার ম্যাচেই কি ম্যাকলারেনের অভিষেক!
ধোনির কিপিংয়ের প্রশংসা শোনা গেল কার্তিকের মুখে। তিনি বলেন, “কিপার হিসেবে ধোনির দক্ষতাকে খাটো করে দেখা উচিত নয়। শুধু দারুণ কিপিং নয়, যখন সবথেকে বেশি দরকার পড়েছে তখনই রান করেছে। তাঁর নেতৃত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড পেয়েছিল। তাই একজন অল রাউন্ড খেলোয়াড়কে তাঁর কৃতিত্ব দিতেই হবে।”
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে ধোনির ছ’টি শতরানের একটিও ‘সেনা’ দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) নয়। পন্থ ইতিমধ্যেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ফেলেছেন।
দেখুন অন্য খবর: