কলকাতা: খলনায়ক হয়ে ইউরো কাপ (UEFA EURO 2024) অভিযান শেষ হতে পারত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। কারণ এক্সট্রা টাইমে পেনাল্টি মিস করেন তিনি। তাঁকে বাঁচিয়ে দিল পর্তুগালের গোলকিপার দিয়োগো কোস্তার (Diogo Costa) দুই হাত। টাইব্রেকারে পরপর তিনটি শট বাঁচিয়ে পর্তুগিজদের জয়ের নায়ক তিনিই। স্লোভেনিয়াকে (Slovenia) হারিয়ে শেষ আটে উঠল পর্তুগাল, সামনে এবার ফ্রান্স।
স্লোভেনিয়ার বিরুদ্ধে ফের শক্তিশালী দল নামান রবার্তো মার্তিনেজ। ম্যাচ একতরফা হবে তা জানাই ছিল, হল তেমনই। পর্তুগিজ খেলোয়াড়রা বলের দখল রাখলেন ৭২ শতাংশ। গোলে শট নিলেন ২০টি তবে লক্ষ্যে ছিল মাত্র ছ’টি। রোনাল্ডোকে লক্ষ্য করে একের পর এক পাস, ক্রস বাড়ালেন বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজরা। আগের রোনাল্ডো হলে হয়তো এ ম্যাচে হ্যাটট্রিক হয়ে যেত তাঁর।
আরও পড়ুন: আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মাথায় পেনাল্টি পায় পর্তুগাল। অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা গোলকিপার য়ান ওবলাক তাঁর বাঁ দিকে ঝাঁপিয়ে রোনাল্ডোর শট বাঁচিয়ে দেন। পেনাল্টি মিস করে ভেঙে পড়েন রোনাল্ডো, এদিকে এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে পেপের ভুলে সুবর্ণ সুযোগ পেয়ে যায় স্লোভেনিয়া, কিন্তু একা গোলকিপারকে পেয়েও ফিনিশ করতে পারেননি সেসকো। ওই গোল হলে ইউরো থেকে বিদায় ঘটত পর্তুগালের।
খেলা টাইব্রেকারে যায় এবং প্রথম শটে গোল করেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে পরপর তিনটে শটই গোলে ঢোকে। উল্টো দিকে দিয়োগো কোস্তা পরপর তিনটি দুরন্ত সেভ করেন। শেষ আটে উঠে যায় পর্তুগাল। রোনাল্ডোর চোখে তখনও জল, তবে তা আনন্দের।
দেখুন অন্য খবর: