কলকাতা: কানপুরে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টে জোড়া রেকর্ড করল ভারত। ব্যাট করতে নেমে ৩ ওভারে ৫১ রান করে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল জুটি। সেই ইনিংসেই আরও একটি রেকর্ড হল। ১০.১ ওভারে হল ১০০ রান। টেস্টে দ্রুততম শতরানের রেকর্ডও করল ভারত। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল ভারত।
টেস্টের ইতিহাসে প্রথম কোনও দল এত কম বলে ৫০ রান করল। এর আগে ইংল্যান্ড ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪.২ ওভারে ৫০ রান করেছিল। তবে তারপরেই আউট হয়ে যান রোহিত শর্মা। ১১ বলে ২৩ রান করে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন তিনি। ৫৫ রানে প্রথম উইকেট হারায় ভারত।
এদিকে আরও একটা শতরানের কাছে গিয়েও ফিরে গেলেন যশস্বী। ৩১ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি, ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম। তিনি টি২০ মোডেই খেলা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু হাসান মাহমুদের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে গেলেন। ১২টি চার, দুটি ছয় সহ ৫১ বলে ৭২ করেছেন বাঁ হাতি ওপেনার।
আরও পড়ুন: যশস্বীর হাফ-সেঞ্চুরি, টেস্ট ম্যাচে টি২০ খেলছে ভারত
ভারত যে এই ম্যাচ জেতার একটা চেষ্টা করছে তা ব্যাটিংয়ের ধরন দেখেই বোঝা যাচ্ছে। যশস্বী আউট হতে বিরাট কোহলিকে না নামিয়ে ঋষভ পন্থকে নামানো তার আরও বড় প্রমাণ। যত দ্রুত সম্ভব বাংলাদেশের রান টপকে যাওয়ার চেষ্টা চলছে। শেষ দিনে ২৫০ রানের লিড দিয়ে দুটো সেশনে বাংলাদেশকে অল আউট করাটাই লক্ষ্য। পারলে ইনিংসে জিতবে ভারত, অল আউট না করতে পারলে ক্ষতি নেই, ড্র হবে।
দেখুন আরও অন্যান্য খবর: