
কলকাতা: ভারতীয় ক্রিকেট দেখেছে দ্রাবিড়-যুগ। ১৯৯৬ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় দলে অভিষেক করেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ২০১১ সালে একজন কিংবদন্তি হিসেবে অবসর নেন। এবার কি আর এক দ্রাবিড়-যুগের সূচনা হবে? অনূর্ধ্ব-১৯ ভারতীয় (India U-19) দলে সুযোগ পেয়েছেন জুনিয়র দ্রাবিড় অর্থাৎ সমিত দ্রাবিড় (Samit Dravid)।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে একদিনের সিরিজ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। দুই দলেই রয়েছেন রাহুলের পুত্র সমিত। তবে প্রথম একাদশে জায়গা পাবেন কি না তা সময় বলবে।
আরও পড়ুন: ১১ বছর বয়সে প্যারালাইজড, আজ জোড়া সোনাজয়ী অবনী
২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর পুদুচেরিতে একদিনের ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এই তিন ম্যাচে ভারতের নেতৃত্ব দেবেন উত্তরপ্রদেশের মহম্মদ আমান। দীর্ঘ ফর্ম্যাটের ম্যাচ দুটি হবে চেন্নাইয়ে। এই দলের অধিনায়ক মধ্যপ্রদেশের সোহম পটবর্ধন।
সম্প্রতি মহারাজা টি২০ লিগে মাইসোর ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন সমিত। কিন্তু এই টুর্নামেন্টে তেমন দাগ কাটতে পারেননি। অনূর্ধ্ব-১৯ দলে তাঁর সুযোগ পাওয়ার নেপথ্যে রয়েছে কর্নাটকের হয়ে কোচবিহার ট্রফিতে পারফরম্যান্স। মূলত পেস বোলিং অলরাউন্ডার ওই টুর্নামেন্টে ১৬টি উইকেট নেওয়ার পাশাপাশি আট ম্যাচে ৩৬২ রান করেন। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৯৮ রান করে নজর কাড়েন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো পারফর্ম করতে পারলে কিন্তু বাবা রাহুলের রাস্তায় কিছুটা এগিয়ে যেতে পারবেন সমিত।
দেখুন অন্য খবর: