কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup) দুটি সেমিফাইনাল এবং ফাইনাল হবে কলকাতাতেই, তার অনুমতি দিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ (WB Police))। নিরাপত্তার কারণ দেখিয়ে গ্রুপ লিগে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ (Kolkata Derby) বাতিল করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। তার জেরে প্রতিবাদে শামিল হয়েছিলেন দুই দলের সমর্থকরা। আর ম্যাচ বাতিলের ঝুঁকি নিল না পুলিশ।
সেমিফাইনাল এবং ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু আরজি কর কাণ্ডের জেরে নিরাপত্তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। ফলে সেই ম্যাচ কলকাতা থেকে অন্যত্র সরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সুখবর পেল বাংলার ফুটবলপ্রেমী জনতা।
আরও পড়ুন: ত্রিদেশীয় কাপের দল ঘোষণা করলেন মানোলো মার্কেজ
ডার্বি বাতিল হওয়ার পর কলকাতায় বাকি ম্যাচ আয়োজন করার দাবিতে মঙ্গলবার একজোট হয়েছিল কলকাতার তিন প্রধান ক্লাব। যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল সচিব রূপক সাহা এবং মহমেডান (Mohammedan SC) সচিব ইস্তিয়াক আহমেদ। সাংবাদিক সম্মেলনে দেবাশিস দত্ত বলেন, “কলকাতা খেলার শহর। এখান থেকে যাতে ডুরান্ড সরিয়ে নেওয়া না হয় তার জন্য আমরা অনুরোধ করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ডুরান্ড কমিটি জানাবে।”
তবে সবকিছুই নির্ভর করছিল পশ্চিমবঙ্গ পুলিশের উপর। শেষ পর্যন্ত তারাও সবুজ সঙ্কেত দিল। প্রসঙ্গত, আজ বুধবার শিলং লাজংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ আয়োজিত হবে শিলংয়ে। ২৩ অগাস্ট (শুক্রবার) পঞ্জাব এফসির বিরুদ্ধে কোয়ার্টারের খেলায় মাঠে নামবে মোহনবাগান।
দেখুন অন্য খবর: