কলকাতা: ম্যাচের সাত মিনিটে পেনাল্টি থেকে জেসিনের গোল, আর তার সাহায্যেই ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগের (Calcutta Football League) বি গ্রুপের শীর্ষে উঠল ইস্টবেঙ্গল (East Bengal)। এ ম্যাচের আগে দুই দলের পয়েন্ট সমান ছিল, এবার এগিয়ে গেল লাল-হলুদ ব্রিগেড। সোমবারের তিন পয়েন্ট নিয়ে সুপার সিক্সের পথে অনেকটা এগিয়ে গেল তারা।
আরও পড়ুন: ম্যান ইউয়ের দল ভাঙাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
আট ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহ ২২ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ভবানীপুর। এদিকে একই গ্রুপে আট ম্যাচে মাত্র ১২ পয়েন্ট পেয়ে ধুঁকছে মোহনবাগান (Mohun Bagan)। সাত নম্বরে রয়েছে তারা। কলকাতার আর এক প্রধান মহামেডান (Mohammedan) রয়েছে গ্রুপ এ-তে। তারাও খুব একটা সুবিধা করতে পারছে না। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। মহামেডানের গ্রুপে শীর্ষে আছে সুরুচি সঙ্ঘ।
প্রসঙ্গত, কলকাতা লিগে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে থাকলেও, ডুরান্ড কাপে দুই প্রধান প্রায় একই জায়গায়। আগামী ১৮ অগাস্ট কলকাতা ডার্বির (Kolkata Derby) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দলের সমর্থকরাই। ইতিমধ্যেই ডার্বির টিকিট নিয়ে হাহাকার পড়ে গিয়েছে। গত বছর ডুরান্ড কাপে লিগ পর্যায়ের ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে প্রতিশোধ নেয় সবুজ-মেরুন।
দেখুন অন্য খবর: