কলকাতা: অবশেষে, অবশেষে এই মরসুমের আইএসএলে (ISL 2024-25) ম্যাচ জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। যে মুহূর্তের আশায় বহুদিন ধরে অপেক্ষা করছিল লাল-হলুদ জনতা, যে মুহূর্তের অপেক্ষায় থাকতে থাকতে হতাশা গ্রাস করেছিল তাদের অনেকেরই, ২৯ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে এল সেই মুহূর্ত। নতুন কোচ অস্কার ব্রুজোন আসার পর খেলায় পরিবর্তন চোখে পড়ছিল, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসছিল না। আজ তাও এল।
ম্যাচের ২৩ মিনিটে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের (Dimitrios Diamantakos) গোলে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিন পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। গত আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতা এ মরসুমে এদিন তাঁর প্রথম গোল পেলেন। এই জয়ের পরেও লিগ টেবিলে সবার নীচে থাকল লাল-হলুদ। তবে ১২ নম্বরে থাকা মহামেডানের সঙ্গে তাঁদের পয়েন্টের তফাত মাত্র ১ এবং ১১ নম্বরে থাকা হায়দরাবাদের সঙ্গে তফাত ৩ পয়েন্টের।
আরও পড়ুন: তিন নয়, শুভমান গিলকে পাঁচ নম্বরে চাইছেন পুজারা
FT | THIS IS EAST BENGAL ❤️💛
On to the next one! ✊#JoyEastBengal #EBFCNEU pic.twitter.com/ck2PvbJq9D
— East Bengal FC (@eastbengal_fc) November 29, 2024
নর্থ-ইস্টের মরোক্কান স্ট্রাইকার আলাইদ্দিন আলজারাইকে (Alaaeddine Ajaraie) নিয়ে চাপে ছিল ইস্টবেঙ্গল। এদিনও রক্ষণে বারবার ত্রাসের সঞ্চার করেছিলেন তিনি। কিন্তু আজ গোল-ভাগ্য ছিল না তাঁর। খেলা প্রায় সমানে সমানে হলেও গোলের সুযোগ নর্থ-ইস্ট বেশি তৈরি করে। ইস্টবেঙ্গল ম্যাচের শুরুতেই কিছু ভালো সুযোগ পেয়েছিল, তার মধ্যে দিয়ামান্তাকোস সুযোগ কাজে লাগান।
এই জয় মশাল-বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও একটা তিন পয়েন্ট একটা দলের খেলা বদলে দেয়, তাদের আত্মবিশ্বাসের মশাল জ্বলে ওঠে। এই ধরনের দৃষ্টান্ত ফুটবল কেন, যে কোনও খেলাতেই ভূরি ভূরি আছে।