কলকাতা: কলকাতা লিগে (Calcutta Football League) দুরন্ত প্রত্যাবর্তন করল ইস্টবেঙ্গল (East Bengal)। আগের ম্যাচে কাস্টসমের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় হতাশ হয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। আজ শুক্রবার পুলিশ এসি-কে (Police AC) আধ ডজন গোলের মালা পরালেন সায়ন বন্দ্যোপাধ্যায়রা (Sayan Banerjee)। খেলার ফলাফল ৬-০। গ্যালারি থেকে ম্যাচ দেখলেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে সোনা জিততে বদ্ধপরিকর সিন্ধু
এদিন প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে চারটি গোল করে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতকে দেখেই হয়তো বাড়তি তাগিদ দেখা গেল তাদের খেলোয়াড়দের। জোড়া গোল করলেন জেসিন টিকে। এছাড়া একটি করে গোল করেছেন পি ভি বিষ্ণু, শ্যামল বেসরা এবং আমন। একটি আত্মঘাতী গোল হয়েছে। এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে বিনো জর্জের (Bino George) দল।
FT | A thumping victory on our home turf! 💥#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/dlBnIQrYqG
— East Bengal FC (@eastbengal_fc) July 19, 2024
আজ মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল সমর্থকরা সানন্দে বাড়ি ফিরলেন। এক দলের বড় জয়, তারপর কুয়াদ্রাতের আগমন এবং তারপর নতুন তারকা জিকসন সিংয়ের (Jeakson Singh) আগমন। শুক্রবার সকালেই ইস্টবেঙ্গলের তরফে জিকসনের আসার খবর নিশ্চিত করা হয়। ইউরোপিয়ান ফুটবলের কায়দায় ম্যাচ শুরুর আগে মাঠে আনা হয় তাঁকে। জিকসনের সঙ্গে ছিলেন কুয়াদ্রাতও। নতুন খেলোয়াড়কে তুমুল হর্ষধ্বনিতে স্বাগত জানান সমর্থকরা।