কলকাতা: আজ, বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ENG vs AUS) টি২০ সিরিজ (T20 Series)। তিন ম্যাচের সিরিজের শুরু সাউদাম্পটনের (Southampton) মাঠে। এই সিরিজ শেষ হলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে বিশ্ব ক্রিকেটের পুরনোতম দুই প্রতিদ্বন্দ্বী দেশ। এই দুই সিরিজ একটা কারণে ভীষণ স্পেশ্যাল কারণ এবার সাদা বলের ইংল্যান্ড দলের কোচের দায়িত্বে ব্রেন্ডন ম্যাককালাম (Brendon McCullum)।
দুই দিনও হয়নি ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শেষ হয়েছে। এর মধ্যেই মাঠে নামার অর্থ টি২০ ক্রিকেটে সম্পূর্ণ ভিন্ন দল নামাচ্ছে ইংল্যান্ড। তা সত্ত্বেও যথেষ্ট শক্তিশালী দল তাদের। ক্ষুদ্রতম ফর্ম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৪ বার। দুই দলই জিতেছে ১১ বার। সাউদাম্পটনে তাই এগিয়ে যাওয়ার লড়াই। শেষবার দুই দলের সাক্ষাৎ হয়েছিল টি২০ বিশ্বকাপে। ৩৬ রানের সহজ জয় পেয়েছিল অজিরা।
আরও পড়ুন: গ্রেটার নয়ডার মাঠ বেছেছিল আফগানিস্তানই
টি২০ সিরিজে ইংল্যান্ডের দল: ফিল সল্ট (অধিনায়ক ও উইকেটকিপার), উইল জাকস, জর্ডান কক্স, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, স্যাম কারান, জেমি ওভারটন, জফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ, রিস টপলে, ব্রাইডন কারস, ড্যান মসলি, জন টার্নার, জশ হাল।
টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার দল: ট্রাভিস হেড, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, মিচেল মার্শ (অধিনায়ক), জোশ ইঙ্গলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জ্যাম্পা, শন অ্যাবট, রাইলি মেরেডিথ, জশ হ্যাজেলউড, জেভিয়ার বার্টলেট, ম্যাথিউ শর্ট, অ্যারন হার্ডি, কুপার কোনোলি।
দেখুন অন্য খবর: