Homeখেলাইংল্যান্ডের বিশ্বকাপ দল হ্যারি ব্রুক, কোপ পড়ল কেকেআর ওপেনারের উপর

ইংল্যান্ডের বিশ্বকাপ দল হ্যারি ব্রুক, কোপ পড়ল কেকেআর ওপেনারের উপর

বেশ ভালো ফর্মে আছে জস বাটলারের দল

কলকাতা: বিশ্বকাপের প্রাথমিক দলে হ্যারি ব্রুককে (Harry Brook) না দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। বিস্মিত হতে হয়েছিল একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া বেন স্টোকসের (Ben Stokes) প্রত্যাবর্তনেও। অবশেষে বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড (England)। সেই দলে ব্রুক এবং স্টোকস দু’জনেই রয়েছেন। বাদ পড়ে গিয়েছেন বিস্ফোরক ওপেনার জেসন রয় (Jason Roy)।

ইংল্যান্ডের প্রধান নির্বাচক লিউক রাইট বলেছেন, “শক্তিশালী দল গড়তে গিয়ে কিছু বিশ্বমানের ক্রিকেটারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।” বলা বাহুল্য কলকাতা নাইট রাইডার্স (KKR) ব্যাটারের উপরেই কোপ পড়েছে। ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সবথেকে বেশি একদিনের ম্যাচ খেলেছিলেন রয়ই। কিন্তু সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে চার ম্যাচের ওডিআই সিরিজে পিঠের চোটের জন্য খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন: হিটম্যানের রেকর্ড, স্পর্শ করলেন ধোনি-আজহারউদ্দিনের এশিয়া কাপ কীর্তি

এই সিরিজে ব্রুক সুযোগ পেলেও তিন ম্যাচে মাত্র ৩৭ রান করেছেন। কিন্তু অ্যাশেজ সিরিজে (Ashes Series) ভালো পারফর্ম্যান্স ছিল তাঁর। প্রতিভা দেখে অনেকেই পরবর্তী প্রজন্মে ব্রুককেই ইংল্যান্ডের সেরা ব্যাটার মনে করছেন। সেই কারণেই একমাস আগে ঘোষিত বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে তাঁর নাম থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের এবার অবসান। ইংল্যান্ডের এবারের স্কোয়াডের আটজন সদস্য ২০১৯-এর বিশ্বকাপ জয়ী দলে ছিলেন।

বেশ ভালো ফর্মে আছে জস বাটলারের (Jos Butler) দল। চার ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে পরপর তিন ম্যাচ জিতেছে তারা। ভালো ফর্মে আছেন দায়িদ মালান। ১২৪ বলে ১৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্টোকসও বুঝিয়ে দিয়েছেন, এই বিশ্বকাপেও তিনি একাই ম্যাচ জেতাতে পারেন। সবমিলিয়ে যথেষ্ট ভারসাম্য আছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে।

ইংল্যান্ডের চূড়ান্ত দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।  

RELATED ARTICLES

Most Popular

Recent Comments