কলকাতা: সুপার এইটের (Super Eight) শুরুটা দারুণভাবে করল ইংল্যান্ড (England)। ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ১৫ বল বাকি থাকতে আট উইকেটে হারালেন জস বাটলাররা (Jos Buttler)। গ্রুপ পর্বে সব ম্যাচ জেতার পর এই বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেতে হল ক্যারিবিয়ানদের। ব্যাট-বল, দুই বিভাগেই তাদের টেক্কা দিয়েছে ইংলিশরা। ৪৭ বলে অপরাজিত ৮৭ রান করে ম্যান অফ দ্য ম্যাচ ফিল সল্ট (Phil Salt)।
এবারের আইপিএলে (IPL 2024) যেন পুনর্জন্ম হয়েছে সল্টের। জেসন রয়ের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন। তখন তাঁর নাম খুব বেশি লোকে জানত না। ম্যাচের পর ম্যাচ বিধ্বংসী ব্যাটিং করে নাইট সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন, তারপর ডাক পান ইংল্যান্ডের বিশ্বকাপের স্কোয়াডে। আইপিএলের ফর্মটাই যেন বিশ্বকাপে নিয়ে গেছেন সল্ট। এদিন তাঁর ইনিংসে ছিল সাতটা চার এবং পাঁচটা ছয়।
আরও পড়ুন: মৃত্যু একদিন হবেই… ফের ভাইরাল মিয়াঁদাদের উদ্ভট মন্তব্য
A dominant win by England in St Lucia 🙌#T20WorldCup | #ENGvWI | 📝 https://t.co/ZPtfyLT7PY pic.twitter.com/u5LpgzhNTy
— T20 World Cup (@T20WorldCup) June 20, 2024
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান বাটলার। ইংলিশ বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে কখনওই মাথা তুলতে পারছিলেন না নিকোলাস পুরান, জনসন চার্লসরা। তবু অধিনায়ক রভমান পাওয়েল (১৭ বলে ৩৬) এবং শারফেন রাদারফোর্ড (১৫ বলে ২৮*) শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে ২০ ওভারে ১৮০ রান তোলেন। কিন্তু এই রান ইংল্যান্ডের জন্য যথেষ্ট হয়নি।
ওপেন করতে নেমে সল্ট একদিক থেকে আক্রমণ করেন। বাটলার অবশ্য স্বমেজাজে খেলতে পারেননি। তিনি ২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। মইন আলিও মাত্র ১৩ করে ফিরে যান। ১০.১ ওভারে ৮৪ রানে দ্বিতীয় উইকেট পড়ার ক্যারিবিয়ানদের মনে আশার সঞ্চার হয়। কিন্তু ক্রিজে এসে সেই আশায় জল ঢালেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। ২৬ বলে অপরাজিত ৪৮ করে ম্যাচ জিতিয়ে দেন। শেষ পর্যন্ত ছিলেন সল্টও।
দেখুন অন্য খবর: