কলকাতা: ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হয়ে তৃতীয় ম্যাচেই হারের স্বাদ পেলেন লি কার্সলি। প্রথম দুটি ম্যাচে জয়ের পর কথা উঠছিল তাঁকে পাকাপাকিভাবে এই পদে রেখে দেওয়ার। কিন্তু এদিনের হার কার্সলিকে অনেকটা পিছিয়ে দিল। প্রথমত গ্রিসের কাছে ঘরের মাঠে হার, দ্বিতীয়ত তাঁর রণকৌশল ইতিমধ্যেই নানাবিধ প্রশ্নের জন্ম দিয়েছে।
চোটের কারণে এদিন প্রথম এগারোয় ছিলেন না হ্যারি কেন। তাঁর জায়গায় ‘অটোম্যাটিক চয়েস’ অলি ওয়াটকিন্স। বেশ কিছুদিন ধরে দারুণ ফর্মে আছেন অ্যাস্টন ভিলার স্ট্রাইকার। কিন্তু কার্সলি তাঁকে শুরুতে নামালেন না। জুড বেলিংহ্যামকে ফলস নাইন হিসেবে খেলালেন। দুই উইংয়ে অ্যান্টনি গর্ডন এবং বুকায়ো সাকা। বেলিংহ্যামের পিছনে ফিল ফোডেন। আরও নীচে কোল পামার এবং ডেকল্যান রাইস।
আরও পড়ুন: পেশাদার টেনিস থেকে অবসর রাফায়েল নাদালের
🤯🇬🇷 Historical night for Greece as they beat England 2-1 at Wembley!
Vangelis Pavlidis’ brace dedicated to George Baldock… first two goals ever for Greek national team at Wembley. pic.twitter.com/4kY8cLPfE6
— Fabrizio Romano (@FabrizioRomano) October 10, 2024
পামার আক্রমণাত্মক ফুটবলার, তাঁর অভ্যাস বিপক্ষ বক্সে গিয়ে গোল করা। এদিনও তাই করে ফেলছিলেন, ফলে একা হয়ে যাচ্ছিলেন রাইস। মাঝমাঠ দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ছিলেন গ্রিসের খেলোয়াড়রা। অফসাইডের জন্য একাধিক গোল বাতিল না হলে স্কোরলাইন আরও খারাপ দেখাত।
গ্রিসের হয়ে জোড়া গোল করেছেন ইভাঞ্জেলোস পালভাইদিস। ইংল্যান্ডের একমাত্র গোলটি বেলিংহ্যামের। ৪৯ মিনিটে গ্রিসের প্রথম গোলের জন্য অনেকটাই দায়ী জর্ডান পিকফোর্ড। হাত দিয়ে বল ছুড়ে তিনি গ্রিসের খেলোয়াড়ের পায়ে জমা দেন। ৮৭ মিনিটে সমতা ফেরান বেলিংহ্যাম। কিন্তু সংযুক্ত সময়ে রক্ষণের ভুলে গোল করে ম্যাচ জেতান পালভাইদিস।