কলকাতা: সার্বিয়ার বিরুদ্ধে ১-০ জিতলেও সমালোচনা হয়েছিল ইংল্যান্ডের (England) পারফরম্যান্স নিয়ে। আজ তাদের প্রতিপক্ষ আরও শক্তিশালী দল ডেনমার্ক (Denmark)। আজ জিতলেই শেষ ষোলোয় ওঠা নিশ্চিত হয়ে যাবে গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) দলের। কিন্তু তার জন্য অনেক ভালো ফুটবল খেলতে হবে, আক্রমণে ধার বাড়াতে হবে।
অত্যন্ত প্রতিভাবান দল নিয়েও এখনও কাপ জিততে পারেননি সাউথগেট। এমনকী তাঁর অধীনে থ্রি লায়নদের গোলের সুযোগ তৈরি নিয়েও সমালোচনা হয়েছে। সার্বিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে বলের দখল ছিল, কিন্তু গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি, জমাট রক্ষণের বিরুদ্ধে থমকে যেতে হয়েছে। দ্বিতীয়ার্ধে বলের দখলও অনেকটা হারাতে হয়েছিল এবং গোল খেয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল।
আরও পড়ুন: আজ আফগানদের বিরুদ্ধে সুপার ৮ অভিযান ভারতের
Mentality is everything ? pic.twitter.com/ZyS4JGe37y
— England (@England) June 19, 2024
টিম কম্বিনেশন নিয়েও প্রশ্নের মুখে ইংল্যান্ডের কোচ। ফিল ফোডেনকে (Phil Foden) তাঁর পরিচিত পোজিশনে না খেলিয়ে খেলানো হয়েছে লেফট উইংয়ে। ফলে ম্যান সিটিতে যে ছন্দে তাঁকে দেখা যায় তার ধারেকাছেও দেখা যায়নি। আদতে রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে মাঝমাঠে খেলানো নিয়ে কথা উঠছে। অ্যালান শিয়ারারের মতো প্রাক্তনরা চাইছেন ট্রেন্টের জায়গায় খেলানো হোক জুড বেলিংহ্যামকে (Jude Bellingham), বেলিংহ্যামের অ্যাটাকিং মিডিও পোজিশন দেওয়া হোক ফোডেনকে।
ডেনমার্কের হয়ে মাঝমাঠে খেলবেন অত্যন্ত অভিজ্ঞ ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। ২০২০ ইউরো কাপেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। প্রাণসংশয় হয়েছিল, সেখান থেকে ফুটবলে ফিরে আসা এবং ফের সর্বোচ্চ পর্যায়ের খেলা রূপকথার সমান। স্লোভেনিয়ার বিরুদ্ধে গোল করে বৃত্ত সম্পূর্ণ করেন এরিকসেন। আজ তিনিই ড্যানিশদের বড় ভরসা।
দেখুন অন্য খবর: