লন্ডন: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্টে জিতেছিল ইংল্যান্ড (England)। তবে শ্রীলঙ্কা পুরো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করে গিয়েছিল, সমানে সমানে লড়েছিল। লর্ডসে দ্বিতীয় টেস্টের শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দিল তারা। প্রথম দিন লাঞ্চের সময় ২৪ ওভারে ৯৭ করেছে ইংলিশরা, কিন্তু হারিয়েছে তিন উইকেট।
ওপেনার বেন ডাকেট (Ben Duckett) স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন। কিন্তু ৪৭ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। মাত্র এক ওভার বল করেই তাঁকে আউট করলেন বাঁ-হাতি স্পিনার প্রভাত জয়সূর্য। ডাকেটের সঙ্গী ওপেনার ড্যান লরেন্স ৯ রান করে ফিরলেন।
আরও পড়ুন: ব্যাডমিন্টনের বিরাট কোহলি হতে চান লক্ষ্য সেন
Joe Root comes to the crease.
First ball. Four. pic.twitter.com/KGRc9lLF0s
— England Cricket (@englandcricket) August 29, 2024
বেন স্টোকসের (Ben Stokes) চোট, তাই এই সিরিজে অধিনায়কত্ব করছেন অলি পোপ (Ollie Pope)। কিন্তু ফের ব্যর্থ হলেন তিনি। ১০ বলে ১ রান করে সাজঘরে হাঁটা দিলেন তিনি। এই মুহূর্তে ইংল্যান্ডের ইনিংস সামলাচ্ছেন সেই জো রুট। ৪৪ বলে ২৯ রানে অপরাজিত আছেন তিনি। সঙ্গে আছেন হ্যারি ব্রুক (২১ বলে অপরাজিত ৯)।
রুট-ব্রুক পার্টনারশিপটা ইংল্যান্ডের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ এই জুটি ভাঙলে প্রতিষ্ঠিত ব্যাটার হিসেবে আছেন একমাত্র উইকেটকিপার জেমি স্মিথ। তারপর ক্রিস ওকস, যিনি মোটামুটি ব্যাট করতে পারেন। এরপরেই আগমন ঘটবে বোলারদের।
দেখুন অন্য খবর: