কলকাতা: প্রথম সেমিফাইনালের ‘বন্দোবস্ত’ হয়ে গিয়েছে। তাতে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স। আর এক সেমিফাইনাল কারা খেলবে তা নির্ধারিত হয়ে যাবে আজ, শনিবার রাতেই। দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস। কোনও সন্দেহ নেই, প্রথম ম্যাচ অনেক বেশি হাড্ডাহাড্ডি হতে চলেছে।
কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে এই ইউরো কাপ খেলতে এসেছিল ইংল্যান্ড (England)। কিন্তু বিরক্তিকর নিম্নমানের ফুটবল খেলে সেই তকমা হারিয়েছে তারা। সমস্ত অভিযোগ একজনের প্রতিই, কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। প্রতিভাবান, তারকা সমৃদ্ধ দল হাতে নিয়েও আক্রমণে কোনও ঝাঁঝ নেই তাঁর দলের। গ্রুপ পর্বে স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর বিরক্ত সমর্থকরা সাউথগেটকে টিটকিরি করেছে, বিয়ারের কাপ ছুড়ে মেরেছিল।
আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে শুভমান গিলের ভারত
বুন্দেশলিগার সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন (Harry Kane), লা লিগার সেরা ফুটবলার জুড বেলিংহ্যাম (Jude Bellingham) এবং প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার ফিল ফোডেন (Phil Foden), তিনজনেই ইংল্যান্ডের। তিনজনেই খেলছেন, অথচ এখনও পর্যন্ত বেলিংহ্যাম ছাড়া কেউ নজর কাড়তে পারেননি। কেন দুটি গোল করলেও আগের মতো বিপজ্জনক দেখাচ্ছে না।
তাদের বিরুদ্ধে আজ এক তরতাজা গতিময় সুইৎজারল্যান্ড। গ্রানিট জাকা, জারদান শাকিরিদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সুন্দর মিশেল রয়েছে দলে। তাদের গতি সমস্যায় ফেলতে পারে ইংলিশ রক্ষণকে। তার উপর কার্ড সমস্যায় আজ নেই সেন্টার ব্যাক মার্ক গেহি। তাঁর জায়গায় খেলবেন এজরি কনসা।
দেখুন অন্য খবর: