কলকাতা: রবিবার রাতে ইউরো কাপে (UEFA EURO 2024) স্পেনের মুখোমুখি ইংল্যান্ড (Spain vs England)। পারফরম্যান্স এবং ইতিহাস, দু-ই স্পেনকে এগিয়ে রাখছে। শেষ ৫৮ বছরে কোনও বড় ট্রফি জেতেনি ইংলিশরা, ইউরো কাপ কোনও দিন জেতা হয়নি। অন্যদিকে স্পেন একবার বিশ্বকাপ ছাড়া তিনবার ইউরো জিতেছে।
তবে সিনিয়র পর্যায়ে না হলেও ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কলকাতার (Kolkata) যুবভারতী স্টেডিয়ামে স্পেনকে হারিয়েই ট্রফি জিতেছিল তারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে পুরস্কার নিয়েছিলেন ম্যাচের সেরা ফিল ফোডেন (Phil Foden)। এবারের ইউরোয় ইংল্যান্ড দলে থাকা মার্ক গেহি (Marc Guehi) এবং কনর গ্যালাঘারও (Conor Gallagher) সে ম্যাচে খেলেছিলেন। গেহি গোলও করেছিলেন।
আরও পড়ুন: উইম্বলডন ফাইনালে ফের জকোভিচ বনাম আলকারাজ
ইংলিশ ডিফেন্ডার গেহির আশা, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা ইউরোর ফাইনালে কাজে দেবে। তিনি বলেন, “খুবই সুন্দর স্মৃতি, আমরা খুব ভালো স্পেন দলের বিরুদ্ধে খেলেছিলাম। আমার মনে আছে, টানেল দিয়ে নেমে আসার সময় আমাদের মাথা নিচু হয়ে ছিল, আমরা ২-১ পিছিয়ে ছিলাম। আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই, নিজেদের বলি, পারতেই হবে।”
ইংল্যান্ড পেরেছিল, ০-২ পিছিয়ে পড়ে ৫-২ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। জোড়া গোল করেন ফোডেন, একটি করে গোল মর্গ্যান গিবস-হোয়াইট, মার্ক গেহি এবং রায়ান ব্রিউস্টারের। পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন গ্যালাঘার। কলকাতায় পেরেছিলেন ফোডেনরা, বার্লিনে কি পারবেন? সময়ই বলবে।
দেখুন অন্য খবর: