কলকাতা: হান্সি ফ্লিকের হাতে পড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে বার্সেলোনা (FC Barcelona)। লা লিগায় (La Liga) ছয় ম্যাচে ছ’টিই জিতল কাতালুনিয়ার ক্লাব। শুধু জেতা নয়, প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছেন লামিনে ইয়ামাল, রবার্ট লেওয়ানডস্কিরা। রবিবার ভিলারিয়ালকে (Villareal) তাদের ঘরের মাঠেই ৫-১ গোলে হারাল বার্সা।
এই ম্যাচের আগে পর্যন্ত লা লিগায় অপরাজিত ছিল ভিলারিয়াল। বার্সার বিরুদ্ধে তারা যথেষ্ট লড়াই করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তাণ্ডব চালাল ফ্লিকের দল। জোড়া গোল করলেন লেওয়ানডস্কি (Robert Lewandowsky) এবং রাফিনহা। একটি গোল করেন পাবলো তোরে।
আরও পড়ুন: বিসিসিআইকে দেখে শিখুক পিসিবি, বিস্ফোরক আকমল
গোল না করলেও এদিনও জাদু দেখালেন মাত্র ১৭ বছর বয়সি ইয়ামাল (Lamine Yamal)। একটি পেনাল্টি আদায় করলেন, যা থেকে গোল করতে পারলে হ্যাটট্রিক হত লেওয়ানডস্কির। রাফিনহার দ্বিতীয় এবং বার্সার পঞ্চম গোলের যে পাস বাড়ালেন তা দেখে বিস্মিত ফুটবল বোদ্ধারা। এই বয়সেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছেন ইয়ামাল।
ছয় ম্যাচের ছ’টি জেতার সঙ্গে ২২টি গোল করেছে বার্সেলোনা। অথচ কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম সমৃদ্ধ রিয়াল মাদ্রিদ করেছে ১৩টি গোল। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা লা লিগায় দ্বিতীয় স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিরুদ্ধে ২-১ হেরে গিয়েছিল বার্সেলোনা। তার কারণ ১০ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার এরিক গার্সিয়াকে। ১১ জনের বার্সাকে হারানো এখন মুশকিল।
দেখুন অন্য খবর: