মুম্বই: লিগ পর্যায় শেষ, এবার নক আউট। এবার হয় এসপার নয় ওসপার। মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই মাঠেই ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে কাপ উঠেছিল। চির-আকাঙ্ক্ষিত বিশ্বকাপ স্পর্শ করতে পেরেছিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ফাইনালের দিক থেকে পয়া হলেও এ মাঠ কিন্তু সেমিফাইনালে ভারতকে ভুগিয়েছে। এর আগে তিনবার আইসিসি ইভেন্টে ওয়াংখেড়েতে সেমিফাইনাল খেলেছে ভারত, তিনবারই হারতে হয়েছে।
তবে আজ এসব তথ্য-পরিসংখ্যান নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)। নিজেদের দক্ষতা, ফর্মের উপর অগাধ আস্থা রয়েছে। প্রত্যেকে ফর্মের শিখরে আছেন। সেই কারণেই প্রথম একাদশে কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মনে হয়েছিল দু’ একজনকে বিশ্রাম দেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। আজও একই দল খেলছে। টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত।
আরও পড়ুন: সেমিফাইনালে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন শামি
হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় একটা সমস্যা হয়েছে। ভারতের ছয় নম্বর বোলার নেই। পাঁচজনের একজন মার খেয়ে গেলে রোহিত শর্মা কার হাতে বল তুলে দেবেন সেটাই প্রশ্ন। এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি কারণ প্রতিপক্ষকে শুইয়ে দিচ্ছেন পাঁচজনই। পঞ্চপাণ্ডবের বিক্রমে ধরাশায়ী হয়েছে একের পর এক দল। বিশেষ করে বুমরা, শামি এবং সিরাজ প্রথমেই ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন নিউজিল্যান্ডও নিস্তার পায়নি, আজ আচমকা তারা
সেমিফাইনালে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।