কলকাতা:বিশ্বকাপে ভারতীয় দল (Team India) যেন রোড রোলার। সামনে যে আসছে তাকেই স্রেফ পুঁতে দিচ্ছে। শ্রীলঙ্কাকে ৫৪ রানে শেষ করে দেওয়ার পর শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৮৩ রানে বান্ডিল করলেন ভারতীয় বোলাররা। যে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হয়েছিল, রোহিত শর্মারা (Rohit Sharma) সেই ম্যাচ জিতলেন ২৪৩ রানে। ভারতের এই অবিশ্বাস্য ফর্ম থেকে চুপ করে থাকতে পারছেন না প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা। প্রশংসায় পঞ্চমুখ মহম্মদ ইউসুফ (Mohammad Yusuf) থেকে শোয়েব আখতার (Shoaib Akhtar) হয়ে ওয়াসিম আক্রম (Wasim Akram)।
ইউসুফ মনে করছেন, বিশ্বকাপে ভারতকে কেউ হারাতে পারবে না। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হবে তারা। প্রাক্তন ডানহাতি ব্যাটার বলেন, “ম্যাচের আগে মনে হয়েছিল দুটো সেরা দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে। কিন্তু এই ম্যাচের পরে একটা দলই টুর্নামেন্টের সেরা। ভারতই ফেভারিট কারণ তাদের টপ ক্লাস ব্যাটার এবং বোলার আছে, ওদের ফিল্ডিংও সেরা এবং ওরা একটা সঙ্ঘবদ্ধ হয়ে খেলছে।” ইউসুফ এও জানান, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার কেমিস্ট্রি অসাধারণ। প্রাক্তন পাক ক্রিকেটারের মতে ভারতকে হারাতে পারে একমাত্র দুর্ভাগ্য।
আরও পড়ুন: আটে আট, এই ভারতকে থামানোর ক্ষমতা কারও আছে কি?
It’s Rahul Dravid’s hard work & team’s spirit that team India is rocking in it’s own way. Rohit & Dravid’s chemistry is spectacular.
For detailed video click the given link.#INDvSAhttps://t.co/Nu3LQAJ9WS pic.twitter.com/OGSVqXp7D9— Mohammad Yousaf (@yousaf1788) November 5, 2023
এদিকে শোয়েব আখতার ভারতীয় পেস বোলারদের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে ব্যাটারদের নিয়ে যেরকম হইচই করা হয়, এবার জসপ্রীত বুমরাদের নিয়েও সেটাই করা উচিত। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, “কৃতিত্ব দিতে হবে ভারতীয় পেস বোলারদের, ওরা নিয়মিত পারফরম্যান্স দিচ্ছে। সময় হয়েছে ব্যাটারদের যেভাবে সম্মান দেওয়া হয়, ওদের ফাস্ট বোলারদের দেওয়ার। শেষ তিন-চারটে ম্যাচে ওদের জন্যই ভারতকে একেবারে আলাদা দেখিয়েছে।”
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজার মন্তব্য করেছিলেন, বিশ্বকাপে ভারত নাকি আলাদা বলে বোলিং করছে, সে কারণেই এই সাফল্য। কিংবদন্তি ওয়াসিম আক্রম সেই মন্তব্যকে তুলোধোনা করেন। এমনকী হাসান রাজাকে নেশাগ্রস্ত বলতেও ছাড়েননি। সেই সঙ্গে ভারতীয় পেসারদের ভূয়সী প্রশংসা করেন।