কলকাতা: ছিলেন না কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), বিশ্রামে রয়েছেন কেভিন ডি ব্রুইনাও (Kevin De Bruyne)। তা সত্ত্বেও উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) বেলজিয়াম বনাম ফ্রান্স ম্যাচ নিয়ে আগ্রহ ছিল। পাশাপাশি দুই দেশ, সাংস্কৃতিক মিল প্রচুর। বেলজিয়ামে তো ফরাসি ভাষা দিব্যি চলে যায়। পড়শি দেশ মানেই ডার্বির মতো। ইউরোপের সেই ডার্বি ২-১ ফলে জিতল ফ্রান্স।
এমবাপের অনুপস্থিতিতে লেস ব্লুজদের জেতালেন র্যান্ডাল কোলো মুয়ানি। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি। প্রথমার্ধের শেষ লগ্নে সমতা ফেরান লোইস ওপেন্ডা। ৬২ মিনিটে লুকা ডিনের পাস থেকে জয়সূচক গোলটি করেন কোলো মুয়ানি। দিদিয়ের দেশঁর কপাল ভালো, এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছেন কারণ ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অরেলিয়েঁ চুয়ামেনি। কম করে ১৫ মিনিট দাঁতে দাঁত চেপে রক্ষণ সামলাতে হয় ১০ জনের ফ্রান্সকে।
আরও পড়ুন: ডার্বির আগে রক্ষণের স্তম্ভকে নিয়ে চিন্তায় বাগান কোচ
TOR 🇩🇪 💪💪💪
⚽️ Jamie Leweling #NationsLeague | #GERNED | @DFB_Team pic.twitter.com/GkvKIZa6IX
— UEFA Nations League DE (@EURO2024DE) October 14, 2024
সোমবার রাতে ইউরোপের আর এক ডার্বিতে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং নেদারল্যান্ডস। জার্মানরা জিতল ১-০ গোলে। গোলদাতা ২৩ বছর বয়সি উইঙ্গার জেমি লেওয়েলিং। দুই দলই এদিন তারুণ্য নির্ভর দল নামিয়েছিল। চেনা মুখ ছিল কম।
এদিনের অন্য ম্যাচে ইজরায়েলকে ৪-১ পর্যুদস্ত করল ইতালি। ইতালির হয়ে জোড়া গোল করেন জিয়োভানি ডি লোরেঞ্জো। একটি করে গোল মাতেও রেতেগি এবং দাভিদ ফ্রাত্তেসির। ইজরায়েলের হয়ে একমাত্র গোলটি করেছেন মহম্মদ আবু ফানি।
দেখুন অন্য খবর: