মায়ামি: ঠিক যেন ২০১৬-র ইউরো কাপ ফাইনাল। চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পরিবর্ত হিসেবে নামা এডের অতিরিক্ত সময়ে গোল করে চ্যাম্পিয়ন করেন পর্তুগালকে। মুখে হাসি ফেরে রোনাল্ডোর। ভারতীয় সময়ে সোমবার সাতসকালে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে ঠিক তেমনটাই ঘটল। চোট পেয়ে মাঠ ছেড়ে কেঁদে ফেললেন মেসি। পরিবর্ত হিসেবে নেম অতিরিক্ত সময়ে গোল করে জেতালেন লাতারো মার্তিনেজ (Lautaro Martinez)।
আরও পড়ুন: কোপা ফের আর্জেন্টিনার, জয়ের নায়ক মার্তিনেজ
মেসি যখন মাঠের ধারে ডাগ আউটে বসে চোখের জল ফেলছেন, ক্যামেরা ফোকাস করছিল তাঁর ডান পায়ে। গোড়ালি ফুলে ঢোল হয়ে উঠেছিল তাঁর। টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারা এবং পায়ের ব্যথা, দুই মিলিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু এই আর্জেন্টিনা দলের প্রত্যেক সদস্য তাঁদের অধিনায়কের জন্য মাঠে প্রাণ দিতে পারেন। ১২০ মিনিট পর্যন্ত লড়ে মেসির হাতে কাপ তুলে দিলেন তাঁরা।
Leo Messi the moment Argentina won!
What it means 🥹♥️ pic.twitter.com/dZmIBcYVik
— Sara 🦋 (@SaraFCBi) July 15, 2024
শেষ বাঁশি বাজার পর চোখে জল এল আর্জেন্টিনার (Argentina) বেশিরভাগ খেলোয়াড়ের। তা অবশ্য আনন্দাশ্রু। যেমন গোলদাতা মার্তিনেজ দুই হাত দিয়ে মুখ ঢেকে বসে পড়লেন। মেসির চোখের জল মুছিয়ে দিলেন তিনিই। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করেন মার্তিনেজ, অথচ যথেষ্ট সুযোগ পান না। হয়তো সেই অভিমানেই কেঁদে ফেললেন। কান্না সামলাতে পারেননি গোলকিপার এমি মার্তিনেজও। আর জয়ের মুহূর্তে মেসির এক্সপ্রেশন চিরকাল মনে রাখার মতো।