কলকাতা: আগামী শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)। যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের (ISL 2024-25) ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan)। এখন ডার্বির প্রস্তুতিতে ব্যস্ত কলকাতার দুই প্রধান। তার মধ্যেই ফিরতি ডার্বি কবে তা জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ।
আইএসএলের সম্পূর্ণ ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছিল। এ বার বাকি অংশের সূচিও প্রকাশ করা হল। দ্বিতীয় পর্ব শুরু হবে ৪ জানুয়ারি, সেদিন জামশেদপুর এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে বেঙ্গালুরু এফসি। সেদিনই আবার পঞ্জাব এফসি খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: এক বছর আগেই অ্যাশেজের সূচি ঘোষণা অস্ট্রেলিয়ার
MARK YOUR CALENDARS! ?
ISL 2024-25 FULL FIXTURES ARE OUT NOW! ?
Read More: https://t.co/anLWgTfIyG
ISL 2024-25 full fixtures ? https://t.co/c21rXWlvgR
Download the fixtures ? https://t.co/QUhWzcJzoG#ISL #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 | @eastbengal_fc… pic.twitter.com/6ZSRxIk3uj— Indian Super League (@IndSuperLeague) October 16, 2024
ফিরতি কলকাতা ডার্বি পড়েছে ১১ জানুয়ারি, সেদিনও পড়েছে শনিবার। মোহনবাগান এবং মহামেডান ডার্বি হবে ১ ফেব্রুয়ারি। মহামেডান বনাম ইস্টবেঙ্গল পড়েছে ১৬ ফেব্রুয়ারি। লিগ পর্যায়ের শেষ ম্যাচ হবে ১২ মার্চ, হায়দরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স। লিগ পর্যায়ে যে এক নম্বরে শেষ করবে তারাই হবে লিগ শিল্ড চ্যাম্পিয়ন। লিগ শিল্ড গতবার জিতেছিল মোহনবাগান। লিগ টেবিলের প্রথম ছয় দলকে নিয়ে হবে সুপার সিক্স, সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল হয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন যা গতবার হয়েছিল মুম্বই সিটি এফসি।
দেখুন অন্য খবর: