কলকাতা: টি২০ সিরিজ জিতে সূচনা হল গৌতম গম্ভীর (Gautam Gambhir) যুগের। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে সাত উইকেটে জিতল ভারত। তিন ম্যাচের সিরিজ ২-০ জিতে ট্রফি নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল।
প্রথমে ব্যাট করে ১৬২ করেছিল শ্রীলঙ্কা। একটা সময় ১৮০-১৯০ হতে পারে বলে মনে হচ্ছিল। কিন্তু প্রথম ম্যাচের মতোই ধস নামল লঙ্কান মিডল অর্ডারে। রবি বিষ্ণোই (Ravi Bishnoi) ২৬ রানে ৩ উইকেট নিলেন। বিষ্ণোই পেলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।
আরও পড়ুন: উড-স্টোকসের তাণ্ডব, ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
ভারত ব্যাট করতে নেমে প্রথম তিন বলের পর তুমুল বৃষ্টি নামে। খেলা শুরু হওয়ার পর সংশোধিত পরিস্থিতিতে ৮ ওভারে ৭২ রানের লক্ষ্যমাত্রা রাখা হয়। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১৫ বলে ৩০, অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) ১২ বলে ২৬ এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৯ বলে অপরাজিত ২২ করে ম্যাচ জিতে নেন। ভারত সিরিজ পকেটে পুরে নেয়।
আর একটা নিয়মরক্ষার ম্যাচ বাকি, তারপর শুরু হবে ওডিআই সিরিজ। তাতে প্রত্যাবর্তন ঘটবে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির। জসপ্রীত বুমরা বিশ্রাম পেয়েছেন। আগামী বছরের গোড়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ছ’টি ওডিআই খেলবে ভারত। সেই কারণেই দুই সিনিয়র ব্যাটারকে খেলানো হবে এই সিরিজে।
দেখুন অন্য খবর: