কলকাতা: ইস্তফা দিলেন গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। ইউরো কাপের (UEFA EURO 2024) ফাইনালে হারের পরে ইংল্যান্ডের কোচ জানিয়েছিলেন, এখনই ইস্তফা নিয়ে ভাবছেন না, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে ফাইনালে হারের ৪৮ ঘণ্টা পেরনোর আগেই ইস্তফা দিলেন তিনি।
শোনা যাচ্ছিল, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত সাউথগেটের চুক্তি বাড়াতে পারে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA)। কিন্তু তাঁর এই সিদ্ধান্তে এবার নতুন কারও আগমনের পালা।
বিদায়ী বক্তব্যে সাউথগেট বলেন, “একজন গর্বিত ইংলিশম্যান হিসেবে, ইংল্যান্ডের হয়ে খেলা এবং ম্যানেজ করা আমার জীবনে সম্মানের। আমার কাছে এটাই ছিল সবকিছু, আমি আমার সবটুকু দিয়েছি। তবে এবার সময় এসেছে পরিবর্তনের, নতুন অধ্যায়ের। বার্লিনে রবিবারের ম্যাচ ইংল্যান্ড ম্যানেজার হিসেবে আমার শেষ ম্যাচ ছিল।”
আরও পড়ুন: হুবহু বুমরা! খুদে পাকিস্তানির বোলিংয়ে অবাক আক্রম
সাউথগেট আরও বলেন, “ইংলিশ ফুটবলের উন্নতির দৃঢ়সংকল্প হয়ে ২০১১ সালে আমি এফএ-তে যোগ দিই। আট বছর ইংল্যান্ডের ছেলেদের দলের ম্যানেজার থাকা সহ এই পুরো সময়টায় বহু অসাধারণ মানুষ আমায় সমর্থন জুগিয়েছেন, তাঁদের ধন্যবাদ।”
Our CEO, Mark Bullingham, has paid tribute to Gareth Southgate after he announced his decision to leave his role as manager of the @England men’s team.
— The FA (@FA) July 16, 2024
সহকারী কোচ স্টিভ হল্যান্ড, সাপোর্ট স্টাফ সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সাউথগেট। তাঁর আমলে ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল, ২০২০ ইউরোতে ফাইনাল, ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪ ইউরো কাপে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। অন্য কোনও ইংল্যান্ড ম্যানেজারের এই ট্র্যাক রেকর্ড নেই। কিন্তু ট্রফি জেতাটাই হয়ে ওঠেনি সাউথগেটের।
পরবর্তী কোচ হিসেবে সবার আগে চারজনের নাম ভেসে উঠেছে— গ্রাহাম পটার, এডি হাও, টমাস টুখেল এবং অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলি। এছাড়া প্রাক্তন লিভারপুল ম্যানেজার জুর্গেন ক্লপের (Jurgen Klopp) নাম নিয়েও জল্পনা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে নেশনস লিগে আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের পরের খেলা। তার আগেই নতুন কোচের ঘোষণা হয়ে যাবে।
দেখুন অন্য খবর: