কলকাতা: পরপর দু’বার ইউরো কাপের (Euro Cup) ফাইনালে উঠল ইংল্যান্ড (England)। এই প্রথমবার বিদেশের মাটিতে কোনও টুর্নামেন্টের ফাইনালে গেল থ্রি লায়নরা। যাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভের সীমা ছিল না, যাঁর দিকে বিয়ার কাপ ছুড়ে মারা হয়েছিল, সেই গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) মাস্টারস্ট্রোকে এল জয়।
ম্যাচের তখম ৮৯ মিনিট, ১-১ চলছে, সবাই ধরেই নিয়েছে, এক্সট্রা টাইম হবে। এই সময় অধিনায়ক হ্যারি কেন (Harry Kane) এবং এদিন ম্যাচের সেরা ফিল ফোডেনকে (Phil Foden) তুলে নেন সাউথগেট। নামান অলি ওয়াটকিন্স (Ollie Watkins) এবং কোল পামারকে (Cole Palmer)। এক মিনিটের মধ্যে পামারের পাস থেকে হাফ টার্নে শট নেন ওয়াটকিন্স। ডাচ গোলকিপারের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায় বল।
আরও পড়ুন: ২৩ রানে জয়, সিরিজে ২-১ এগিয়ে গেলেন শুভমানরা
England are going to Berlin!#EURO2024 | #NEDENG pic.twitter.com/5RAe2yyVFx
— UEFA EURO 2024 (@EURO2024) July 10, 2024
ফাইনালে উঠে সাউথগেট বললেন, “আমি কোচের চাকরি নিয়েছিলাম ইংলিশ ফুটবলের উন্নতি করার জন্য এবং আমরা দ্বিতীয়বার ফাইনালে। আগের ফাইনালে ওঠা ছিল ৫০ বছর পর প্রথম। এবং এই প্রথমবার দেশের বাইরে ফাইনালে। আমরা আমাদের সমর্থকদের কিছু অসাধারণ রাত উপহার দিয়েছি।”
তবে ফাইনালে উঠে উচ্ছ্বাসে ভাসতে চান না ইংলিশ কোচ। স্পেনের বিরুদ্ধে মহড়া এখন থেকেই মনে মনে নিতে শুরু করেছেন। তিনি বলেন, “আমাদের কাজ শেষ হয়নি, সম্ভবত সবথেকে কঠিন পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এখানে ট্রফি জিততে এসেছিলাম এবং আমাদের লক্ষ্য এখনও তাই।”