কলকাতা: গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ১-০ জেতার পর ডেনমার্ক এবং স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড (England)। তথাকথিত ফেভারিট হ্যারি কেনদের (Harry Kane) খেলায় একেবারেই খুশি হননি সমর্থকরা। তাঁদের রোষের মুখে পড়েন কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate), স্লোভেনিয়া ম্যাচের পর তাঁর দিকে এমনকী বিয়ার কাপও ছুড়ে মারেন তাঁরা।
সেই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে, ইংল্যান্ড পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। দলের খেলায় কিছুটা উন্নতিও হয়েছে। শোনা যাচ্ছে, সমর্থকদের ক্ষোভকেই জ্বালানি মনে করে এগিয়ে চলেছেন সাউথগেট। তিনি স্বীকার করেছেন, বিয়ার কাপ ছোড়ার ঘটনায় তিনি ব্যথিত হয়েছেন। তবে তিনি দলকে নিয়ে লড়ে যেতে চান।
আরও পড়ুন: না খেলেও রিঙ্কুর ১ কোটি! রোহিত-বিরাটরা কত পেলেন?
The start of what we hope will be an incredible week.
Let’s give it everything. All of us. ❤️🏴 pic.twitter.com/sYaMVaiKg0
— England (@England) July 8, 2024
ইংল্যান্ডের কোচ বলেন, “আমি অস্বীকার করব না, আক্রমণ এমন ব্যক্তিগত হলে খারাপ লাগে। আমার মনে হয় না কারও দিকে বিয়ার ছোড়া স্বাভাবিক ঘটনা। তবে আমরা চারটে টুর্নামেন্টের তিনটেতে সেমিফাইনালে উঠেছি। আমার মনে হয় আমরা দেশের মানুষকে দুর্দান্ত স্মৃতি উপহার দিয়ে যাব। তাই আমরা পরিশ্রম করে যাব, লড়াই করে যাব এবং এই জার্নি উপভোগ করে যাব।”
আগামী বুধবার রাতে (ভারতীয় সময়ানুযায়ী বৃহস্পতিবার) নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন জুড বেলিংহ্যামরা (Jude Bellingham)। টুর্নামেন্টে এখন পর্যন্ত ডাচরাই তাঁদের সবথেকে কঠিন প্রতিপক্ষ। কোডি গাকপো (Cody Gakpo) দুর্দান্ত ফর্মে রয়েছেন, দলটাই সামগ্রিকভাবে ছন্দে আছে। আক্রমণের পাশাপাশি রক্ষণ জোরদার করার কথাও ভাবতে হবে সাউথগেটকে। জিতলে ফাইনালে ইংল্যান্ডের সামনে ফ্রান্স অথবা স্পেন। সম্ভাব্য প্রতিপক্ষ অবশ্য আগের দিনই জেনে যাবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।
দেখুন অন্য খবর: