কলকাতা: সপ্তাহখানেকের মধ্যেই টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত (India)। কিন্তু যাবতীয় আলোচনা পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে। রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্যাঙ্গাররা প্রকাশ্যে জানিয়েছেন, তাঁরা রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচ হতে চান না। এর মধ্যে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) আবার জানিয়েছেন, বোর্ড কোনও অস্ট্রেলিয়ানকে প্রস্তাবই দেননি। সবমিলিয়ে এক ডামাডোলের মধ্যেই মেন ইন ব্লু-র হেড কোচ হিসেবে ফেভারিট এখন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূত্র বলছে, তাঁর সঙ্গে চুক্তি প্রায় ৮০ শতাংশ পাকা।
মেন্টর হিসেবে সদ্য কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আইপিএল (IPL 2024) জেতানো গম্ভীর কি ভারতীয় দলের জন্য সঠিক পছন্দ? টি২০ ফর্ম্যাটে দু’ মাসের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আর তিন ধরনের খেলায় ১০-১১ মাস দায়িত্বের মধ্যে পার্থক্য আছে। তবু এই মুহূর্তে গম্ভীরই সেরা লোক। তার তিনটি কারণ রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি শুরু ‘ফেভারিট’ ভারতের!
১) কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হন না প্রাক্তন ভারতীয় ওপেনার। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকাকালীন তিনি এমনকী নিজেকে বসিয়ে ২৩ বছর বয়সি শ্রেয়স আইয়ারের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন। রোহিত শর্মা, বিরাট কোহলিরা কেরিয়ারের শেষের দিকে এসে পড়েছেন। দলের স্বার্থে তাঁদের সরাতে দু’বার ভাববেন না গম্ভীর।
📍 New York
Bright weather ☀️, good vibes 🤗 and some foot volley ⚽️
Soham Desai, Strength & Conditioning Coach gives a glimpse of #TeamIndia‘s light running session 👌👌#T20WorldCup pic.twitter.com/QXWldwL3qu
— BCCI (@BCCI) May 29, 2024
২) তরুণ প্রতিভা চেনা এবং লালন-পালন করার এক দুর্দান্ত ক্ষমতা আছে নাইট মেন্টরের মধ্যে। কলকাতার অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল, এবার মেন্টর হিসেবেও দেখা গিয়েছে তা। হর্ষিত রানা, বৈভব অরোরা, অঙ্গকৃশ রঘুবংশীর মতো তরুণদের বড় মঞ্চে তুলে এনেছেন তিনি।
৩) সাম্প্রতিক অতীতে আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল, ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। বড় ম্যাচে হেরে যাওয়ার এই রোগ সারানোর সেরা চিকিৎসক হতে পারেন গম্ভীর। টি২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপের ফাইনালে বড় অবদান আছে তাঁর। মেন্টর হিসেবেও বড় ম্যাচ জেতার মানসিক জোর প্রমাণ করলেন। সবমিলিয়ে গম্ভীরই ভারতের জন্য সেরা বিকল্প।
দেখুন অন্য খবর: