কলকাতা: দুর্দান্ত ক্যাচ ধরলেন শুভমান গিল (Shubman Gill), সেই ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অনেকদিন পর দলীপ ট্রফির (Duleep Trophy) উপর নজর রয়েছে। কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা বাদ দিয়ে প্রায় সমস্ত তারকারেই এই ঘরোয়া টুর্নামেন্ট খেলছেন। একদিকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছে ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি ম্যাচ। অন্যদিকে সি-এর বিরুদ্ধে লড়ছে ডি।
‘এ’ দলের অধিনায়ক শুভমান গিল অন্য দিকে ‘বি’ দলের অধিনায়ক বাংলার অভিমন্যু ঈশ্বরন। টসে জিতে বোলিং নেন গিল এবং দ্রুতই বোঝা যায়, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাত্র ৯৪ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল বি দলের। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পন্থ। আকাশ দীপের বলে তাঁর মাথার উপর দিয়ে বাউন্ডারি মারতে গিয়েছিলেন তিনি। ব্যাটের মাঝখানে না লাগায় তা আকাশে উঠে যায়। মিড অফে দাঁড়ানো গিল বেশ কয়েক গজ দৌড়ে দুরন্ত ক্যাচ নেন। পন্থ ফিরে যান মাত্র ৭ রান করে।
আরও পড়ুন: অবসরের পর কী করবেন, খোলসা করলেন স্টোকস
ইন্ডিয়া বি দলকে একা টানছেন তরুণ মুসির খান। তাঁর দাদা সরফরাজ ব্যর্থ হয়েছেন, কিন্তু মুসির এখনও অপরাজিত আছেন ৬৯ রানে। তাঁর সঙ্গে আছেন নভদীপ সাইনি। এই মুহূর্তে সাত উইকেটে ১৪৪ করে ইন্ডিয়া বি। এ-র হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ, আকাশ দীপ এবং আবেশ খান।
অন্য খেলায় ইন্ডিয়া ডি-কে মাত্র ১৬৪ রান অলআউট করে দিয়েছে ইন্ডিয়া সি। তিন উইকেট নিয়েছেন বিশাখ বিজয় কুমার। দুটি করে অনশুল কম্বোজ এবং হিমাংশু মনোজ চৌহান। একা ডি-এর হয়ে একা অক্ষর প্যাটেল লড়লেন, করলেন ৮৬ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। ব্যাট করতে নেমে ৩৫ রানে দুই উইকেট হারিয়েছে ইন্ডিয়া সি। তাদের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় পাঁচ রানে আউট।
দেখুন অন্য খবর: