কলকাতা: মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যু হল ইংল্যান্ডের (England) প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্পের (Graham Thorpe)। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবির (ECB) তরফে এক টুইটে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, গ্রাহাম থর্পের জীবনাবসান হয়েছে। এই ঘটনায় যে গভীর কষ্ট আমরা অনুভব করছি তা ভাষায় বোঝানো অসম্ভব।
আরও পড়ুন: লক্ষ্যকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী তাঁকে হারানো শাটলারের!
ইসিবি আরও বলে, ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ছিলেন, ক্রিকেট পরিবারের ভালোবাসার সদস্য ছিলেন, তাঁকে শ্রদ্ধা করে গোটা পৃথিবীর মানুষ। তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত, ১৩ বছরের কেরিয়ারে তাঁর সাফল্য ইংল্যান্ড ও সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের (Surrey CCC) টিমমেট এবং সমর্থকদের আনন্দ দিয়েছে। আমরা চিরকাল ক্রিকেটে তাঁর অসাধারণ অবদানের জন্য মনে রাখব।
It is with great sadness that we share the news that Graham Thorpe, MBE, has passed away.
There seem to be no appropriate words to describe the deep shock we feel at Graham’s death. pic.twitter.com/VMXqxVJJCh
— England and Wales Cricket Board (@ECB_cricket) August 5, 2024
ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট এবং ৮৭টি ওডিআই ম্যাচ খেলেছিলেন বাঁ-হাতি ব্যাটার থর্প। আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর তাঁর প্রতিভা দেখে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে তুলনা হয়েছিল। সেই উচ্চতায় পৌঁছতে না পারলেও যথেষ্ট সফল কেরিয়ার ছিল থর্পের। পর পর সেঞ্চুরি করে অ্যাশেজ সিরিজের (Ashes Series) সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায়, ১৯৯৭ সালে উইজডেন (Wisden) পত্রিকার বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। পরবর্তীকালে ইংল্যান্ডের জাতীয় দলের হেড কোচ পদেও ছিল থর্প।
দেখুন অন্য খবর: